Sidharth Malhotra Birthday: ১৮ বছর বয়সেই মডেলিং শুরু, অপছন্দ হওয়ায় পেশা বদল, তারপর? জন্মদিনে 'অচেনা' সিদ্ধার্থ
মার্চেন্ট নেভি ক্যাপ্টেন বাবা ও গৃববধূ মায়ের কোলে ১৬ জানুয়ারি ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ মলহোত্র। ছবি: ইনস্টাগ্রাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ১৮ বছর বয়সে মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন অভিনেতা। কিন্তু সন্তুষ্ট হতে পারেননি এই পেশার থেকে। ৪ বছর পর তিনি ছেড়েই দেন মডেলিং। ছবি: ইনস্টাগ্রাম।
২০০৭ সালে 'গেট গর্জাস' নামক মডেল ট্যালেন্ট সার্চ ও রিয়্যালিটি টেলিভিশন শোয়ে অংশ নেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
এরপর অভিনয়ে পা। ২০০৯ সালে টিভি শো 'ধরতি কা বীর যোদ্ধা পৃথ্বীরাজ চৌহান' দিয়ে অভিনয়ে হাতেখড়ি। ছবি: ইনস্টাগ্রাম।
বলিউডে সিদ্ধার্থের ডেবিউ হওয়ার কথা ছিল অনুভব সিংহের পরিচালনায়। সিদ্ধার্থ অডিশনে সফল হলেও সেই প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যায়। ছবি: ইনস্টাগ্রাম।
২০১০ সালে কর্ণ জোহরের সঙ্গে শাহরুখ-কাজলের 'মাই নেম ইজ খান' ছবির সহ পরিচালনার কাজ করেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
অবশেষে ২০১২ সালে টিন ড্রামা 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। পরিচালক সেই কর্ণ জোহর। ছবি: ইনস্টাগ্রাম।
২০১৭ সালের অ্যাকশন কমেডি ঘরানার ছবি 'এ জেন্টলম্যান'-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
'শেরশাহ' ছবিতে আর্মি অফিসার বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করে বিপুল ভালবাসা অর্জন করেন। করোনা মহামারীর আবহে একাধিকবার এই ছবির প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পিছিয়ে যায়। অবশেষে ওটিটিতে মুক্তি পেলে সেই বছরের অন্যতম সর্বোচ্চবার দেখা ছবির তালিকায় নাম তোলে 'শেরশাহ'। ছবি: ইনস্টাগ্রাম।
২০২৩ সালে ভারতের সবচেয়ে বেশি গুগল করা ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন সিদ্ধার্থ। তাঁর বিয়ের ছবি ইনস্টাগ্রামে দেশের সবচেয়ে বেশি লাইক হওয়া পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -