Happy Birthday Kajol: সাহিত্যচর্চায় আগ্রহী, হিসেবি... কাজলের জন্মদিনে ১০ অজানা তথ্য
তিনের দশকের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রত্তন বাইয়ের প্রপৌত্রী, অভিনেত্রী পরিচালক ও প্রযোজক শোভনা সামার্থের নাতনি, পরিচালক শোমু মুখোপাধ্যায় ও বর্ষীয়াণ অভিনেত্রী তনুজার মেয়ে কাজল। তিনি বলিউডের অপর অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের তুতো বোনও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'গুপ্ত: দ্য হিডেন ট্রুথ' ছবিতে কাজের জন্য কাজল 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' পেয়েছিলেন। ১৯৯৮ সালে নেতিবাচক চরিত্রে তিনিই প্রথম মহিলা অভিনেত্রী যিনি ফিল্মফেয়ার পান। এছাড়া সেরা অভিনেত্রী হিসেবে অজস্রবার ফিল্মফেয়ার পেয়েছেন। পদ্মশ্রী খেতাব পাওয়া দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় তিনি।
২০০৬ সালে শাহরুখ খান, হৃত্বিক রোশন, প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে একই তালিকায় নাম লেখান কাজল। লন্ডনের আইকনিক লাক্সারি ডিপার্টমেন্ট স্টোর 'হ্যারডস'-এ মিনিয়েচার পুতুল রয়েছে যে চার ভারতীয়র, কাজল তাঁর অন্যতম।
প্রথম ভারতীয় হিসেবে নিউ ইয়র্ক সিটির আমেরিকান স্টক এক্সচেঞ্জের সূচনা করেন কাজল ও সঙ্গে ছিলেন শাহরুখ খান। ২০১০ সালে তাঁদের ছবি 'মাই নেম ইজ খান'-এর প্রচারে এই সুযোগ পান তাঁরা।
এক সাক্ষাৎকারে কাজল জানান যে 'উধার কি জিন্দেগি' ছবিটি অভিনেত্রী হিসেবে তাঁকে বদলে দেয়। এই পেশার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গীও বদলায়। এই ছবির সূত্রেই তাঁর অজয় দেবগণের সঙ্গে আলাপ।
কাজল একজন নিষ্ঠাবান সমাজকর্মীও। শিশুশিক্ষার প্রসারে তিনি প্রতিনিয়ত কাজ করছেন। 'শিক্ষা' নামক এক এনজিওর সঙ্গে জড়িত তিনি এবং 'প্রথম', 'দ্য লুম্বা ট্রাস্ট' নামক বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার মুখ তিনি। সমাজের প্রতি তাঁর অবদানের জন্য 'কর্মবীর পুরস্কার'ও পেয়েছেন তিনি।
কাজলের একাধিক শখের অন্যতম কল্পবিজ্ঞান ঘরানার বই পড়া, ভুতের উপন্যাস পড়া এবং কবিতা লেখা। সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা যদিও চিত্রনাট্য পর্যন্ত পৌঁছয় না। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সাধারণত চিত্রনাট্য পড়তে তাঁর ভাল লাগে না। কেউ পড়ে দিলে তিনি সেটা শুনে নিতে বেশি পছন্দ করেন।
বুঝেশুনে টাকা খরচ করার পক্ষপাতী অভিনেত্রী। ছেলেমেয়েরা কোথায় কত খরচ করছে তাও নজরে রাখেন তিনি। মাকে রীতিমতো খরচের হিসেব দিতে হয় তারকা সন্তানদের। তিনি বলেছিলেন, 'যখনই আমার বাচ্চারা বাইরে যায়, আমি হিসেব চাই। বিরক্ত হলেও ওরা বলে দেয়। টাকার মর্ম বোঝা প্রয়োজন ওদেরও।'
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সকালের কফি উপভোগ করার পোস্ট করেন কাজল। কফি ছাড়াও সি-ফুড প্রেম রয়েছে কাজলের। শাশুড়ির সঙ্গে এই বিষয়ে মিল রয়েছে বৌমার। সূত্রের খবর, অভিনেত্রী কাঁকড়া খেতে বিশেষ পছন্দ করেন।
এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন তিনি শরীরচর্চার মধ্যে 'পাইলেটস' পছন্দ করেন এবং নাচ করতে বিশেষ ভালবাসেন। 'ওয়েস্টার্ন ডান্স'-এর মাধ্যমে মজার ওয়ার্কআউট সেশন তাঁর পছন্দের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -