Bollywood: ২০২১ সালে বলিউডের বহু চর্চিত ১০ জুটি

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
রণবীর কপূর ও আলিয়া ভট্ট- বলিউডের অন্যতম চর্চিত জুটি হচ্ছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। গুঞ্জন শোনা গিয়েছিল, ২০২০ সালেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। তবে ঋষি কপূরের মৃত্যুর কারণে তা সম্ভব হয়নি। তবে দু'জনকে একসঙ্গে বহু জায়গায় দেখতে পাওয়া গেছে।
2/10
ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল- নিজেরা যদিও এখনও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে তাঁদের বিভিন্ন জায়গায় প্রায়ই একসঙ্গে দেখা যায়। চলতি বছরেই গুজব রটেছিল গোপনে আংটি বদল করেছেন তাঁরা, যদিও পরে সেই জল্পনায় জল ঢেলেছিলেন অভিনেত্রী।
3/10
আথিয়া শেট্টি ও কে এল রাহুল- এঁরাও যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের 'পিডিএ' বেশ চর্চিত।
4/10
সুস্মিতা সেন ও রোমান শল- বেশ অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন সুস্মিতা সেন ও রোমান শল। কখনও লাইভে কখনও ছবিতে তাঁদের প্রেমের ঝলক দেখেছে নেটিজেনরা। তাঁদের পোস্টের জন্য বেশ আগ্রহীই থাকেন অনুরাগীরা।
5/10
অর্জুন কপূর ও মালাইকা অরোরা- গত বছরই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন এই দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পোস্ট বেশ জনপ্রিয়।
6/10
আদর জৈন ও তারা সুতারিয়া- বিভিন্ন পার্টিতে একসঙ্গে যাওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের 'পিডিএ' বিভিন্নভাবে অনুরাগীদের মন কেড়েছেন তাঁরা।
7/10
পত্রলেখা ও রাজকুমার রাও- ২০১০ সাল থেকে সম্পর্কে রয়েছেন অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখা। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়েছে। বলিউডের বহুল চর্চিত জুটির অন্যতম তাঁরা।
8/10
আলি ফজল ও রিচা চাড্ডা- ২০২০ সালের এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়বার পরিকল্পনা ছিল এই তারকা জুটির। কিন্তু করোনা অতিমারীর কারণে বিয়ের তারিখ পিছিয়ে ২০২১ করা হয়েছে। মলদ্বীপে রিচাকে প্রেম নিবেদন করেছিলেন আলি ফজল।
9/10
ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর- তাঁদের দু'জনের একসঙ্গে ছবি পোস্ট বেশ 'কাপল গোল' সেট করে সাধারণ মানুষের জন্য। সোশ্যাল মিডিয়ায় তাঁরা দুই জনই বেশ সক্রিয়।
10/10
আরবাজ খান ও জর্জিয়া অ্যান্ড্রিয়ানি- আপাতত আরবাজ খান তাঁর বান্ধবী জর্জিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গেছে।
Sponsored Links by Taboola