Ajay Devgan: মার্শাল আর্টসে পারদর্শী অজয় গাড়ির শৌখিন, জন্মদিনে 'দৃশ্যম' অভিনেতা সম্পর্কে অজানা তথ্য
অজয় দেবগণ তাঁর আসল নাম নয়। তাঁর জন্মের পর নাম রাখা হয়েছিল বিশাল বীরু দেবগণ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে নাম বদলের সিদ্ধান্ত নেন তিনি। সেই থেকে তাঁর নাম অজয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন তিনি বড়পর্দার নায়ক। অ্যাকশন মাস্টার! কিন্তু ইন্ডাস্ট্রিতে তিনি পা রেখেছিলেন শিশুশিল্পী হিসেবে। ১৯৮৫ সালে 'পেয়ারি বেহনা' ছবিতে ডেবিউ করেন তিনি। ছবির নায়ক মিঠুন চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি।
নিপুণ, নিখুঁত অভিনেতাই কেবল নন, অজয় দেবগণ মার্শাল আর্টসেও পারদর্শী। তায়কোন্ডোতে তিনি ব্ল্যাক বেল্ট। এছাড়া তাঁর ঝুলিতে থাকা অজস্র অ্যাকশনে ভরপুর সিনেমাতেও তাঁর মার্শাল আর্টস দেখেছেন দর্শক।
যদি কোনও ছবিতে গভীর ও সিরিয়াস চরিত্রে অভিনয় করার কথা হয়, সেক্ষেত্রে বলিউডের অন্যতম সেরা চয়েস অজয় দেবগণ। বলা হয়, চোখ দিয়েই অর্ধেক অভিনয় সেরে ফেলতে পারেন অজয়।
পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর ২০০৮ সালে। ছবির নাম 'ইউ মি অউর হম'। ছবিতে স্ত্রী কাজলের সঙ্গে অভিনয় করেন তিনি। রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবি ছিল সেটি।
ছবিতে ডেয়ারডেভিল স্টান্ট করতে দেখা যায় অভিনেতাকে প্রায়ই। সেই স্টান্টের অধিকাংশই তিনি নিজেই করেন। কাজের প্রতি তাঁর নিষ্ঠাই তাঁকে বলিউডের প্রথম সারির অ্যাকশন হিরো করে তুলেছে।
অজয় দেবগণ 'গাড়ি বিলাসী' বা বলা ভাল গাড়ির শৌখিন। তাঁর নিজের সঞ্চয়ে একাধিক বিলাসবহুল ও ভিন্টেজ গাড়ি রয়েছে। ২০১৭ সালের 'গোলমাল এগেইন' ছবিতে তাঁর কালেকশনের একাংশ দেখতে পাওয়া গিয়েছিল।
সাফল্যমণ্ডিত বিপুল অভিনয় কেরিয়ারের পাশাপাশি অজয় দেবগণ একজন সমাজকর্মীও বটে। একাধিক সামাজিক ইস্যুর পক্ষে থাকেন তিনি যার মধ্যে শিশু স্বাস্থ্য ও শিশু শিক্ষা অন্যতম।
অজয় প্রায় ১০০টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন। তবে তার সঙ্গে একাধিক আঞ্চলিক ভাষার ছবিতেও কাজ করেছেন। তার মধ্যে একাধিক পঞ্জাবী ও মরাঠি ছবি রয়েছে।
অজয় দেবগণের ট্যাটু আছে। শরীরে ট্যাটু করে মেয়ের নাম লিখিয়েছেন তারকা। বুকে নায়সা ট্যাটু আছে তাঁর। বাবা-মেয়ের অবিচ্ছেদ্য সম্পর্কের আভাস দেয় এই ট্যাটু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -