Ajay Devgan: মার্শাল আর্টসে পারদর্শী অজয় গাড়ির শৌখিন, জন্মদিনে 'দৃশ্যম' অভিনেতা সম্পর্কে অজানা তথ্য

Happy Birthday Ajay Devgn: আজ জন্মদিন অজয় সিঙ্ঘম দেবগণের। ইন্ডাস্ট্রিতে তাঁর নেহাত কম দিনের অভিজ্ঞতা নয়। ৫৫ পূর্ণ করলেন অভিনেতা। জন্মদিনে জেনে নেওয়া যাক তারকার ব্যাপারে কিছু অজানা তথ্য।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1/10
অজয় দেবগণ তাঁর আসল নাম নয়। তাঁর জন্মের পর নাম রাখা হয়েছিল বিশাল বীরু দেবগণ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে নাম বদলের সিদ্ধান্ত নেন তিনি। সেই থেকে তাঁর নাম অজয়।
2/10
এখন তিনি বড়পর্দার নায়ক। অ্যাকশন মাস্টার! কিন্তু ইন্ডাস্ট্রিতে তিনি পা রেখেছিলেন শিশুশিল্পী হিসেবে। ১৯৮৫ সালে 'পেয়ারি বেহনা' ছবিতে ডেবিউ করেন তিনি। ছবির নায়ক মিঠুন চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি।
3/10
নিপুণ, নিখুঁত অভিনেতাই কেবল নন, অজয় দেবগণ মার্শাল আর্টসেও পারদর্শী। তায়কোন্ডোতে তিনি ব্ল্যাক বেল্ট। এছাড়া তাঁর ঝুলিতে থাকা অজস্র অ্যাকশনে ভরপুর সিনেমাতেও তাঁর মার্শাল আর্টস দেখেছেন দর্শক।
4/10
যদি কোনও ছবিতে গভীর ও সিরিয়াস চরিত্রে অভিনয় করার কথা হয়, সেক্ষেত্রে বলিউডের অন্যতম সেরা চয়েস অজয় দেবগণ। বলা হয়, চোখ দিয়েই অর্ধেক অভিনয় সেরে ফেলতে পারেন অজয়।
5/10
পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর ২০০৮ সালে। ছবির নাম 'ইউ মি অউর হম'। ছবিতে স্ত্রী কাজলের সঙ্গে অভিনয় করেন তিনি। রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবি ছিল সেটি।
6/10
ছবিতে ডেয়ারডেভিল স্টান্ট করতে দেখা যায় অভিনেতাকে প্রায়ই। সেই স্টান্টের অধিকাংশই তিনি নিজেই করেন। কাজের প্রতি তাঁর নিষ্ঠাই তাঁকে বলিউডের প্রথম সারির অ্যাকশন হিরো করে তুলেছে।
7/10
অজয় দেবগণ 'গাড়ি বিলাসী' বা বলা ভাল গাড়ির শৌখিন। তাঁর নিজের সঞ্চয়ে একাধিক বিলাসবহুল ও ভিন্টেজ গাড়ি রয়েছে। ২০১৭ সালের 'গোলমাল এগেইন' ছবিতে তাঁর কালেকশনের একাংশ দেখতে পাওয়া গিয়েছিল।
8/10
সাফল্যমণ্ডিত বিপুল অভিনয় কেরিয়ারের পাশাপাশি অজয় দেবগণ একজন সমাজকর্মীও বটে। একাধিক সামাজিক ইস্যুর পক্ষে থাকেন তিনি যার মধ্যে শিশু স্বাস্থ্য ও শিশু শিক্ষা অন্যতম।
9/10
অজয় প্রায় ১০০টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন। তবে তার সঙ্গে একাধিক আঞ্চলিক ভাষার ছবিতেও কাজ করেছেন। তার মধ্যে একাধিক পঞ্জাবী ও মরাঠি ছবি রয়েছে।
10/10
অজয় দেবগণের ট্যাটু আছে। শরীরে ট্যাটু করে মেয়ের নাম লিখিয়েছেন তারকা। বুকে নায়সা ট্যাটু আছে তাঁর। বাবা-মেয়ের অবিচ্ছেদ্য সম্পর্কের আভাস দেয় এই ট্যাটু।
Sponsored Links by Taboola