2022 Bollywood Releases: ২০২২ সালের ১৪ ছবি যেগুলির অপেক্ষায় বলিউড প্রেমীরা
প্রায় বছর দুই। কার্যত গৃহবন্দি ছিল বিশ্ববাসী। থমকে গিয়েছিল গোটা পৃথিবী। ২০২১ সালের শুরুতে খানিক স্বস্তিতে কাটলেও ফের হানা দেয় করোনার দ্বিতীয় ঢেউ। তবে সতর্কতা ও টিকাকরণের মাধ্যমে আপাতত অবস্থা খানিক ভাল। তবে বছর শেষে আবারও জাঁকিয়ে বসছে আতঙ্ক। এবার তালিকায় জুড়েছে নয়া নাম ওমিক্রন। এতদিনের ধাক্কা সামলে সবেমাত্র মাথা তুলে দাঁড়াচ্ছে সিনে দুনিয়া। পরের বছরের একাধিক ছবির মুক্তির কথা ঘোষণা হয়েছে ইতিধ্যেই। তারই মধ্যে বেশ কিছু বাছাই করে দেওয়া হল নিচে। সবকিছু ঠিক থাকলে এই ছবিগুলির জন্য অধীর আগ্রহে সকলে। রইল ২০২২ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির তালিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডক্টর জি: অনুভূতি কাশ্যপ পরিচালিত, এই ছবিতে থাকবেন আয়ুষ্মান খুরানা এবং রকুল প্রীত সিংহ। ১৭ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। আয়ুষ্মানের ট্র্যাক রেকর্ডের দিকে তাকিয়ে, আমরা নিশ্চিত যে এই ছবিও দুর্দান্ত হবে।
আদিপুরুষ: ১১ অগাস্ট মুক্তি পাওয়ার কথা। 'তানহাজি' পরিচালক ওম রাউতের পরিচালনায় তৈরি। আদিপুরুষের চরিত্রে দক্ষিণী তারকা প্রভাস, সীতার চরিত্রে কৃতী শ্যানন ও লঙ্কেশ্বরের চরিত্রে সেফ আলি খান। 'ছোটে নবাব'কে ফের খলনায়কের চরিত্রে দেখার জন্য উৎসুক দর্শক।
হিরোপন্থি ২: ফের পর্দায় 'হিরোপন্থি' করতে দেখা যাবে টাইগার শ্রফকে। আহমেদ খানের পরিচালনয় তৈরি ছবিটি ২০১৪ সালের 'হিরোপন্থি' ছবির সিক্যুয়েল। মুক্তির তারিখ ২৯ এপ্রিল।
গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি: ১৮ ফেব্রুয়ারি ছবি মুক্তির কথা। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবির মুখ্য চরিত্রে আলিয়া ভট্ট।
পৃথ্বীরাজ: ঐতিহাসিক অ্যাকশন-ড্রামা ঘরানার ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার। মুক্তি পাবে ২১ জানুয়ারি। এই ছবিতে বলিউডে আত্মপ্রকাশ করবেন মানুষী চিল্লার।
লাল সিং চাড্ডা: আমির খান ও করিনা কপূর অভিনীত এই ছবি ঘোষণার পর থেকেই দর্শকেরা আগ্রহে অপেক্ষারত। মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ১৪ এপ্রিল।
ওএমজি ২: এখনও ছবি মুক্তির নিশ্চিত তারিখ ঘোষণা হয়নি। ২০১২-এর ছবির সিক্যুয়েল এটি। অভিনয়ে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী, অরুণ গোভিল ও ইয়ামি গৌতম। ভারতীয় শিক্ষাব্যবস্থার ওপর ভিত্তি করে তৈরি ছবি এটি।
শামশেরা: এটি কর্ণ মলহোত্রা পরিচালিত একটি পিরিয়ড অ্যাকশন-ড্রামা ছবি। ১৮ মার্চ মুক্তি পাওয়ার কথা। অভিনয়ে রণবীর কপূর ও বাণী কপূর। খলনায়কের চরিত্রে সঞ্জয় দত্ত।
রামসেতু: ২১ অক্টোবর মুক্তির তারিখ স্থির হয়েছে অক্ষয় কুমার, নুসরত ভারুচা ও জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত এই ছবির। ছবিটি একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ছবি।
সার্কাস: 'সিম্বা'র পর ফের একত্রে রণবীর সিংহ ও রোহিত শেট্টি। ১৫ জুলাই মুক্তির কথা 'সার্কাস' ছবির যেখাবে দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে। পূজা হেগড়ে ও জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনয় করবেন ছবিতে।
ময়দান: ৩ জুন মুক্তি পাবে। 'বাধাই হো' পরিচালক অমিত রবীন্দ্রনাথ শর্মার তৈরি ছবি। মুখ্য চরিত্রে অজয় দেবগণ, প্রিয়মণি ও গজরাজ রাও। ফুটবল নিয়ে তৈরি ছবি।
ব্রহ্মাস্ত্র: একাধিকবার তারিখ পরিবর্তনের পর বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর ২০২২-এ। ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। অন্যান্য চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন আক্কিনেনি।
জয়েশভাই জোরদার: রণবীর সিংহ, শালিনী পাণ্ডে, বোমান ইরানি, রতনা পাঠক শাহ অভিনীত ছবিটি মুক্তি পাবে ২৫ ফেব্রুয়ারি। এটি একজন গুজরাতি ব্যক্তির অনাগত কন্যার জীবন বাঁচানোর লড়াই সম্পর্কে তৈরি ছবি। টাইগার থ্রি: এখনও ছবি মুক্তির সঠিক তারিখ ঘোষণা হয়নি। তবে এই ছবিতে পুনরায় সলমন-ক্যাটরিনা জুটিকে দেখতে আগ্রহী অনুরাগীরা। ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে।
টাইগার থ্রি: এখনও ছবি মুক্তির সঠিক তারিখ ঘোষণা হয়নি। তবে এই ছবিতে পুনরায় সলমন-ক্যাটরিনা জুটিকে দেখতে আগ্রহী অনুরাগীরা। ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -