27th KIFF 2022: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে শবনম ফেরদৌসীর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা 'আজব কারখানা'

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শবনম ফেরদৌসীর সিনেমা 'আজব কারখানা'

1/8
২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে শবনম ফেরদৌসীর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা 'আজব কারখানা'।
2/8
শবনম ফেরদৌসী একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।
3/8
উৎসবের ‘এশিয়ান সিলেক্ট:নেটপ্যাক অ্যাওয়ার্ড’বিভাগে প্রদর্শণের জন্য মনোনীত হয়েছে চলচ্চিত্রটি।
4/8
এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্য়ায়।
5/8
'আজব কারখানা' ছবিটিতে একজন রকস্টারের জীবনকে তুলে ধরা হয়েছে। যিনি বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নতুন করে জীবনের মানে খুঁজতে শুরু করেন।
6/8
এবারের উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র ছবি 'আজব কারখানা'।
7/8
এর আগে ২০ তম পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হয়েছিল।
8/8
২৬ এপ্রিল সন্ধ্যা ৬.৩০ টায় নন্দন-২ এ 'আজব কারখানা'র প্রথম প্রদর্শণী অনুষ্ঠিত হবে।
Sponsored Links by Taboola