8/12 Premier: '৮/১২' ছবির প্রিমিয়ারে চাঁদের হাট
২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেল অরুণ রায় পরিচালিত ছবি '৮/১২'। ২৫ তারিখ শহরের এক সিনেমাহলে হয়ে গেল ছবির প্রিমিয়ার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রিমিয়ারে হাজির ছিলেন '৮/১২' ছবির সকল অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, সঙ্গীত পরিচালক, প্রযোজক। এছাড়াও এসেছিলেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও।
প্রিমিয়ারে ক্যামেরাবন্দি হলেন পর্দার বিনয় বসু ওরফে কিঞ্জল নন্দ।
বাঙালি সাজে হাজির ছিলেন পর্দার বাদল গুপ্ত ওরফে অর্ণ মুখোপাধ্যায়।
ধুতি-পাঞ্জাবী পরে হাজির হন পর্দার দীনেশ গুপ্ত ওরফে রেমো।
প্রিমিয়ারে এসেছিলেন সাহেব চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্য়ায়, সুজয় প্রসাদ, দুর্নিবার সাহা প্রমুখ।
ব্রিটিশ শাসনের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে বিনয়-বাদল-দীনেশের অবদান অনস্বীকার্য।
পরিচালক এই তিন বঙ্গ সন্তানের বীরগাঁথাই তুলে ধরেছেন এই ছবিতে।
প্রযোজক কান সিং সোধার এই ছবির ট্রেলার মুক্তি পায় ৮ ডিসেম্বর ২০২১ সালে।
ছবিতে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, গুলশনারা খাতুন প্রমুখ।
সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন সৌম্য ঋত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -