Charlie Chaplin Birth Anniversary: কিংবদন্তি শিল্পী চার্লি চ্যাপলিনের জন্মবার্ষিকীতে তাঁর বিখ্যাত কিছু উক্তি
পৃথিবীর সিনে জগতের কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিন যিনি খ্যাতির শীর্ষে পৌঁছন সাইলেন্ট যুগে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৬ এপ্রিল, তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করা যাক শিল্পীর কিছু জনপ্রিয় উক্তি। যা এখনও প্রত্যেকদিনের জীবনে খুব প্রাসঙ্গিক।
'Laughter is very close to tears and vice versa' অর্থাৎ 'হাসি কান্নার খুব কাছাকাছি এবং উল্টোটাও সত্য'।
'Life is a tragedy when seen in close-up, but a comedy in long shot' অর্থাৎ 'কাছ থেকে দেখলে জীবন ট্র্যাজেডি, দূর থেকে কমেডি'।
'I always like walking in the rain, so no one can see me crying' অর্থাৎ 'আমি বৃষ্টির মাঝে হাঁটতে পছন্দ করি যাতে কেউ আমার কান্না না দেখতে পায়'।
'You'll never find a rainbow if you're looking down' অর্থাৎ 'নীচের দিকে তাকিয়ে থাকলে কখনওই রামধনুর খোঁজ পাবে না'।
'Your naked body should only belong to those who fall in love with your naked soul' অর্থাৎ 'তোমাক নগ্ন শরীর শুধু তাঁদেরই হওয়া উচিত যাঁরা তোমার নগ্ন আত্মার প্রেমে পড়েছে'।
'Perfect love is the most beautiful of all frustrations because it is more than one can express' অর্থাৎ 'নিখুঁত ভালবাসা সমস্ত হতাশার মধ্যে সবচেয়ে সুন্দর কারণ এটি প্রকাশের ঊর্ধ্বে'।
'Smile, though your heart is aching. Smile, even though it's breaking' অর্থাৎ, 'মনে কষ্ট হলেও, মন ভেঙে গেলেও হাসতে থাকো'।
'Life is a play that does not allow testing. So, sing, cry, dance, laugh and live intensely, before the curtain closes and the piece ends with no applause' অর্থাৎ 'জীবন একটি নাটক যা পরীক্ষা করতে দেয় না। সুতরাং, গাও, কাঁদো, নাচো, হাসো এবং তীব্রভাবে বাঁচো, পর্দা নামার আগে এবং নাটকটি কোনও করতালি ছাড়াই শেষ হয়ে যায়।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -