Raju Srivastava Love Story: স্ত্রী শিখার সঙ্গে কেমন ছিল রাজু শ্রীবাস্তবের লভ স্টোরি?
গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। জিম করাকালীন তাঁর হার্ট অ্যাটাক হয়। তিনি অজ্ঞান হয়ে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করান তাঁর জিম ট্রেনার। দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৮৩ সালের ১৭ মে শিখা শ্রীবাস্তবের সঙ্গে বিয়ে হয় রাজু শ্রীবাস্তবের। তাঁদের দুই সন্তানও রয়েছে।
রাজু শ্রীবাস্তবের ছেলের নাম আয়ুষ্মান শ্রীবাস্তব। এবং মেয়ের নাম অন্তরা শ্রীবাস্তব।
এক সাক্ষাৎকারে নিজের লভ স্টোরি জানান রাজু শ্রীবাস্তব। জানান, স্ত্রী শিখাকে বিয়ে করার জন্য ১২ বছর অপেক্ষা করেছিলেন তিনি।
১৯৮২ সালে ফতেপুরের দাদার বিয়েতে স্ত্রী শিখার সঙ্গে প্রথম দেখা হয়েছিল রাজু শ্রীবাস্তবের। প্রথম দেখাতেই তাঁর প্রেমে পড়ে যান রাজু।
এরপর কমেডিকে কেরিয়ার হিসেবে গড়ে তুলতে মুম্বই পাড়ি দেন রাজু শ্রীবাস্তব। মুম্বই থেকেই শিখাকে চিঠি লিখতেন রাজু। এটা জানতে যে, তিনি অন্য কাউকে বিয়ে করে নিলেন কিনা।
রাজুর ফেরা পর্যন্ত অপেক্ষা করেছিলেন শিখা। তাঁর জন্য আসা বিয়ের সমস্ত প্রস্তাব বাতিল করতে থাকেন।
বিয়ের সমস্ত প্রস্তাব বাতিল করার জন্য শিখা অজুহাত দেখাতেন যে, হয় সেই ছেলেটিকে তাঁর পছন্দ নয়, অথবা তাঁর পেশা পছন্দ নয়। শিখার এই কাণ্ডে হয়রান হয়ে গিয়েছিল তাঁর পরিবার। পরবর্তীকালে তাঁরা বুঝতে পারেন যে, তিনি রাজু শ্রীবাস্তবকে বিয়ে করতে চান।
বেশ কয়েক বছর কঠোর পরিশ্রম করার পর মুম্বইতে নিজের বাড়ি কিনতে সক্ষম হন রাজু শ্রীবাস্তব। আর্থিক দিক থেকে কিছুটা সচ্ছ্বল হতেই শিখাকে বিয়ের প্রস্তাব পাঠান তিনি।
তারপর শুরু হয় রাজু এবং শিখার বিবাহিত জীবন। রাজু শ্রীবাস্তবের প্রয়াণে মারাত্মকভাবে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। জানিয়েছেন যে, তিনি কথা বলার মতো অবস্থাতেও নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -