Irrfan Khan Birth Anniversary: ইরফান খানের জন্মবার্ষিকীতে ফিরে দেখা তাঁর কিছু অবিস্মরণীয় কাজ
১৯৮৮ সালে 'সেলাম বম্বে' (Salaam Bombay) ছবির হাত ধরে অভিনয় জগতে পথচলা শুরু করেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খান (Irrfan Khan)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরপর একের পর এক দুর্দান্ত সমস্ত কাজ উপহার দিয়েছেন দর্শকদের। দীর্ঘ সময় ধরে ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন পর্দার 'পান সিংহ তোমর'।
কিন্তু প্রায় তিন দশক ধরে তাঁর অপরূপ চরিত্র, দুর্দান্ত ছবি শিল্পের মাধ্যমে তিনি আজও দর্শকের মনে জীবিত। আজ তাঁর জন্মবার্ষিকীতে ফিরে দেখা ইরফান খানের (Irrfan Khan Birth Anniversary) চিরস্মরণীয় কিছু কাজ।
'পান সিংহ তোমর': পান সিংহ তোমর একজন ডাকাতের জীবনী, যিনি একবার এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। নাম ভূমিকায় ইরফানের অভিনয় সকলকে মন্ত্রমুগ্ধ করেছিল। এই ভূমিকার জন্য ব্যাপক শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
'পিকু': যদি বলা হয় 'পিকু' ছবিটি ইরফান খান ও দীপিকা পাড়ুকোন উভয়ের জন্যই মনে রাখার মতো ছবি, তাহলে খুব বেশি বলা হবে না। রানা চৌধুরীর চরিত্রে ইরফান একেবারে যথাযথ।
এক ব্যবসায়ী, যে কিনা মূল চরিত্রের জীবনে স্থিরতা নিয়ে আসে। দীপিকা বা অমিতাভ বচ্চনের মতো 'স্ক্রিন প্রেজেন্স' তাঁর নেই এই ছবিতেই, কিন্তু তাঁর অভিনয় এতই প্রকট যে তাঁকে এড়িয়ে যাওয়া কঠিন।
'অংগ্রেজি মিডিয়াম': প্রয়াত অভিনেতার সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি 'অংগ্রেজি মিডিয়াম'। ওটিটি প্ল্যাটফর্ম 'ডিজনি প্লাস হটস্টার'-এ এই ছবি মুক্তি পায়। বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন সফর দর্শক ভীষণ ভালবেসেছিলেন। তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করেন রাধিকা মদন। এছাড়াও ছিলেন করিনা কপূর খান, দীপিকা ডোব্রিয়াল, পঙ্কজ ত্রিপাঠী প্রমুখ।
'লাইফ অফ পাই': ইরফান খানের বিশ্বজোড়া খ্যাতি হওয়ার পিছনে যে ছবির বিশাল অবদান, তা হল 'লাইফ অফ পাই'। দুর্দান্ত গল্প, তা বলার ধরন, দারুণ ভিস্যুয়ালের পাশাপাশি এই ছবির বড় উপাদান ইরফান খানের অভিনয়। কোনও চরিত্রকে সাবলীলভাবে দর্শকের সামনে কীভাবে তুলে ধরতে হয়, সেই মুন্সিয়ানা তাঁর রন্ধ্রে রন্ধ্রে ছিল।
'দ্য লাঞ্চবক্স': ইরফান খানের দুর্দান্ত ছবির তালিকায় 'দ্য লাঞ্চবক্স' অন্যতম। ছিমছাম গল্পে ততধিক ছিমছাম অভিনয় দিয়ে দর্শকের মন জয় করায় ইরফান খানের জুড়ি মেলা ভার। এক বিপত্নীক ও এক গৃহবধূর বন্ধুত্বের অদেখা গল্প বলে এই ছবি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সেই 'লাঞ্চবক্স' এখনও দর্শক চেটেপুটে উপভোগ করেন।
ইরফান খানের সেরা ছবির তালিকা তৈরি করা এককথায় অসম্ভব। উপরোক্ত ছবিগুলি ছাড়াও অজস্র দুর্দান্ত কাজ রয়েছে তাঁর। এককথায় তিনি অনন্য। তাঁর মৃত্যুর খবরে তাই চোখের জল ফেলেছিলে বিনোদন দুনিয়ার মানুষ থেকে অনুরাগীরা। আজও তাই তাঁর জন্মবার্ষিকীতে মানুষ বলেন 'সেলাম ইরফান'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -