Sushmita Sen: 'তালি' মুক্তির আগে এক ঝলকে সুস্মিতা সেনের অন্যতম সেরা কিছু কাজ
২০০৪ সালে মুক্তি পায় 'ম্যায় হুঁ না'। ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। কলেজের রসায়ন অধ্যাপিকার ভূমিকায় মন জয় করেন 'মিস চাঁদনী'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০২ সালে মুক্তি পায় 'আঁখে'। তিন অন্ধ ব্যক্তির ব্যাঙ্ক লুঠের গল্প বলে এই ছবি। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অর্জুন রামপালের সঙ্গে অভিনয় করেন সুস্মিতা।
২০০৬ সালে মুক্তি পায় 'জিন্দেগি রকস'। তনুজা চন্দ্র পরিচালিত এই ছবিতে শাইনি আহুজার সঙ্গে অভিনয় করেন অভিনেত্রী।
'তুমকো না ভুল পায়েঙ্গে' মুক্তি পায় ২০০২ সালে। রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি। পঙ্কজ ধীর, আরবাজ খান, সলমন খানের সঙ্গে এই ছবিতে ছিলেন সুস্মিতা।
২০০৫ সালে মুক্তি পায় 'ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া'। 'কমেডি অফ এরর' ঘরানার ছবি। সমীর ভালবাসে সোনিয়াকে কিন্তু তাঁকে মিথ্যা বলে যে সে বিবাহিত। এরপর যখন সে তাঁর স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে চায় তখনই বাধে গণ্ডগোল।
২০০৬ সালে মুক্তি পায় 'চিঙ্গারি'। কল্পনা লাজমি পরিচালিত এই ছবিতে সুস্মিতা সেনকে দেখা যায় মিঠুন চক্রবর্তী ও ইলা অরুণের সঙ্গে অভিনয় করতে।
১৯৯৯ সালে 'বিবি নং ১' ছবি মুক্তি পায়। করিশ্মা কপূর, সলমন খান, অনিল কপূরের সঙ্গে এই ছবিতে ছিলেন সুস্মিতা সেনও।
'ফিলহাল' মুক্তি পায় ২০০২ সালে। সিয়া শেঠের ভূমিকায় অভিনয় করেন তিনি। তব্বুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। সঞ্জয় সুরি ও পলাশ সেনও অভিনয় করেন ছবিতে।
২০০৩ সালে মুক্তি পায় 'সময়'। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ মালবিকা চৌহানের চরিত্রে দেখা যায় তাঁকে। এই ছবিতে জ্যাকি শ্রফ ছিলেন।
১৯৯৬ সালে মুক্তি পায় 'দস্তক'। মহেশ ভট্ট পরিচালিত এই ছবিতে অভিনয় করেন মুকুল দেব, শরদ এস কপূর, ভাবনা দত্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -