A R Rahman : '৮ বছর বলিউডে কেউ আমায় ডাকে না'...ধর্মীয় বিভাজন নিয়ে বিস্ফোরক এ আর রহমান, কী বলছে বলিউড

ভারতের সবচেয়ে ধনী গায়ক কে জানেন? তাঁর নেট worth শুনলে আপনিও অবাক হবেন।

Continues below advertisement

ধর্মীয় বিভাজন নিয়ে বিস্ফোরক এ আর রহমান, কী বলছে বলিউড

Continues below advertisement
1/6
হিন্দি ফিল্ম ইন্ড্রাস্টির মধ্যে ক্ষমতার পালাবদলে বলিউডে কমেছে তাঁর কাজের পরিধি। গত ৮ বছর ধরে আগের থেকে অনেক কম কাজ পাচ্ছেন তিনি। এমনই বিস্ফোরক দাবি করলেন, এ আর রহমান।
2/6
সম্প্রতি BBC এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া একটি সাক্ষাতকারে খ্যাতনামা সঙ্গীতশিল্পী এ আর রহমানের এই ইঙ্গিতপূর্ণ বক্তব্য ঘিরেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। কথা চলছে বিনোদন মহলেও।
3/6
এ আর রহমান এর এই মন্তব্য ঘিরে কার্যত বিভক্ত বলিউড। কিন্তু তিনি কী এমন বলেছিলেন? তিনি বলেন, '"সম্ভবত গত আট বছরে ক্ষমতার পরিবর্তন হয়েছে, এবং এখন ক্ষমতা এমন লোকদের হাতে যারা সৃজনশীল নন। এটি সাম্প্রদায়িক অনুভূতির সঙ্গেও যুক্ত হতে পারে... তবে এটি সরাসরি আমার সামনে কেউ বলেনি, আমি গুঞ্জন শুনতে পাই"
4/6
সাক্ষাতকারে এ আর রহমান এমনও বলেন, অনেকক্ষেত্রেই মিউজিক কোম্পানিগুলি প্রাথমিকভাবে কাজ করার কথা বললেও পরে তারা তাদের সিদ্ধান্ত বদল করে ফেলছে।
5/6
যদিও রহমানের সঙ্গে সহমত হতে পারেনি অনেকেই। মুম্বইয়ে আইএএনএস-এর সঙ্গে কথা বলতে গিয়ে প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার বলেন, "আমি কখনওই এমনটা অনুভব করিনি। আমি মুম্বইতে থাকি, সবার সঙ্গে দেখা করি। মানুষ আমাকে অনেক সম্মান করে। হয়তো মানুষ মনে করে এ আর রহমান পশ্চিমি সঙ্গীত বিশ্বে বেশি ব্যস্ত, শো-তে বেশি সময় দেন...."
Continues below advertisement
6/6
সঙ্গীতশিল্পী শান বলেন, সঙ্গীত জগতের কোনও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নেই এবং সকলকে এটি নিয়ে বেশি না ভাবতে অনুরোধ করেছেন। তিনি যুক্তি দেন যে এই ধরনের অভিযোগ করার পরিবর্তে, "ভালো কাজ করা" এবং "ভালো সঙ্গীত তৈরি করা, সেটা গুরুত্বপূর্ণ
Sponsored Links by Taboola