Aamir Khan Birthday Special: সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন আমির খান
জন্মদিনে আমির খান
1/11
আজ জন্মদিন বলিউড সুপারস্টার আমির খানের। জন্মদিনের শুরুটা অন্যভাবে করলেন তিনি।
2/11
এদিন সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন আমির খান। নিজে হাতে সংবাদমাধ্যমের কর্মীদের মুখে কেকও তুলে দিলেন।
3/11
এদিন মুম্বইয়ের তাজ ল্যান্ডল এন্ডে সংবাদমাধ্যমের কর্মীদের পক্ষ থেকে বলিউড সুপারস্টার আমির খানের জন্মদিনের আয়োজন করা হয়। সেখানেই জন্মদিন উদযাপন করেন অভিনেতা।
4/11
সংবাদমাধ্যমের কর্মীদের পক্ষ থেকে আয়োজন করা আমির খানের জন্মদিন উপলক্ষে এসেছিল বড় একটি চকোলেট কেক। যার উপর লেখা ছিল হ্যাপি বার্থ ডে আমির খান।
5/11
কেক কাটাক আগে ক্যামেরায় পোজ দিতে দেখা যায় অভিনেতাকে। কেক কেটে সংবাদমাধ্যমের কর্মীদের খাইয়েও দিতে দেখা যায় অভিনেতাকে।
6/11
বলিউড সুপারস্টার আমির খানের কাছে বয়স সত্যিই যেন একটা সংখ্যা মাত্র। জন্মদিনে তিনি পরে এসেছিলেন সাদা টি শার্টের সঙ্গে ডেনিম জিনস।
7/11
সাদা টি শার্টের উপর গোলাপি রঙের একটি শার্টও পরেছিলেন আমির খান। যাতে তাঁকে দেখে মনে হচ্ছে, বয়স বাড়ছে না, ক্রমশ যেন কমে যাচ্ছে।
8/11
আমির খানকে তাঁর ছবি বাছার কায়দার জন্য মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। সামনেই তাঁর আগামী ছবি মুক্তি পাবে।
9/11
জানা যাচ্ছে, আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে আমির খানের বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে।
10/11
বেশ কয়েকবার এই ছবির মুক্তির দিন পিছিয়ে যায়। পরবর্তীকালে অফিশিয়াল বিবৃতি দিয়ে আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয় যে, সময় মতো ছবির কাজ শেষ না করতে পারার জন্যই এই ছবি মুক্তি পেতে দেরি হচ্ছে।
11/11
বলিউড সুপারস্টার এবং বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
Published at : 14 Mar 2022 04:28 PM (IST)