Aamir Khan Birthday: 'পিকে' কিংবা 'তারে জমিন পর', এক নজরে আমির খানের সেরা ছবির তালিকা
আজ জন্মদিন বলিউড তারকা আমির খানের। তাঁকে দেখে কে বলবে তিনি আজ সাতান্ন বছরে পা দিলেন। এমনটাই নিজের স্বাস্থ্য, চেহারা বজায় রেখেছেন তিনি। আমির খান অভিনয় করেছেন বহু এমন ছবিতে, যা মনে দাগ কেটে গিয়েছে কোটি কোটি দর্শকের। তাই তাঁর সেরা ছবির তালিকা অত্যন্ত দীর্ঘ। তারইমধ্যে থেকে আমির খানের সেরা কিছু ছবি তুলে ধরা হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরুপোলি পর্দায় আমির খানকে প্রথমবার নায়কের চরিত্রে দেখা যায় 'কয়ামত সে কয়ামত তক' ছবিতে। অভিনেতার অনুরাগীদের কাছে এই ছবি আজও চিরসবুজ। এই ছবির জন্য একাধিক পুরস্কারও পান।
বলিউডের 'ধক ধক' গার্ল মাধুরী দীক্ষিতের সঙ্গে জুটি বেঁধে 'দিল' ছবিতে অভিনয় করেন আমির খান। এই ছবির জন্য সেরা অভিনেতার বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন তিনি।
বহু দর্শক অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে সেভাবে চিনেছে 'গুলাম' ছবি থেকে। এই ছবিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধেন আমির খান। ছবির গল্প থেকে গান প্রত্যেকটা আজও জনপ্রিয়। এই ছবিতে আমির খান কেবলমাত্র অভিনয়ই করেননি, গেয়েছেন গানও।
আমির খানের ছবির কথা হবে আর সেই তালিকায় 'সারফারোস' থাকবে না, তা কখনও হয় নাকি! কড়া পুলিশ অফিসার 'অজয় সিংহ রাঠোর'-এর চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নেন।
'লগন' ছবির জন্য একাধিক পুরস্কার পান আমির খান। জাতীয় পুরস্কার থেকে ফিল্মফেয়ার পুরস্কার, সবই এই ছবির জন্য তাঁর ঝুলিতে আসে।
'তারে জমিন পর'। ক্যামেরার সামনে আমির খান। ক্যামেরার পিছনেও আমির খান। এই ছবির পরিচালকও তিনিই। আর বাকিটা ইতিহাস।
তিন বন্ধুর গল্প 'থ্রি ইডিয়টস' আজও টিভিতে দিলে কিংবা ইউটিউবে মিস করতে চান না কোনও দর্শক। এই ছবির জন্য শুধু অনুরাগীদের কাছ থেকেই নয়, সমালোচকদের কাছ থেকেই প্রশংসা পান।
কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের চরিত্রে 'দঙ্গল' ছবিতে অভিনয় করেন আমির খান। এই ছবিতে অভিনয়ের সঙ্গে তাঁর লুকও দর্শকের নজর কাড়ে। ছবির প্রয়োজনে নিজের ওজন অনেকটা বাড়িয়ে নেন তিনি।
'পিকে' ছবিতে এলিয়েনের ভূমিকায় দেখা যায় আমির খানকে। সঙ্গে বলিষ্ঠ অভিনেতা সৌরভ শুক্ল। দুই তাবড় তারকার মেলবন্ধনে 'পিকে' ছবিটি হয়ে ওঠে অসাধারণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -