Health Benefit Of Saline: গরমে অনীদ্রা কমায় নুন-জল? দাবি রিপোর্টে
আপনার যদি অনিদ্রার সমস্যা থাকে তাহলে প্রতিদিন সকালে নুন মিশিয়ে জল পান করা জরুরি। নুন জল শুধু আপনার ঘুমের উন্নতিই করে না, এটি আপনাকে আরও অনেক স্বাস্থ্য উপকারিতাও দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘুমের সমস্যা দূর করতেও নুন জল কার্যকর। নুন অ্যাড্রেনালিন এবং কর্টিসল কমায়, যার ফলে রাতে ভালো ঘুম হয়। তাই প্রতিদিন সকালে খালি পেটে নুন জল পান করুন।
নুন জলে পর্যাপ্ত পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। যা অ্যান্টিব্যাকটেরিয়ালের মতো কাজ করে এবং শরীর থেকে বিপজ্জনক ব্যাকটেরিয়া দূর করে।
এই জল পান করলে খাবার দ্রুত হজম হয়। এর পাশাপাশি লিভার এবং অন্ত্রও সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এটি কেবল পাচনতন্ত্রকে কেবল পরিষ্কার করে না, এটি কোষ্ঠ্যকাঠিন্য হওয়ার থেকে রক্ষা করে।
আপনার যদি অনিদ্রার সমস্যা থাকে তাহলে প্রতিদিন সকালে নুন মিশিয়ে জল পান করা জরুরি।
নুন লেবু জল যদি রোজ নিয়ম মত খান তাহলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে তা অনেকটা সাহায্য করে।
নুন ও লেবুর জলের মিশ্রণ মুখে লাগালে আমাদের মুখে হওয়া কালো আঁচিল দূর হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -