Health Benefit Of Saline: গরমে অনীদ্রা কমায় নুন-জল? দাবি রিপোর্টে
অনিদ্রার সমস্যা থাকলে নিয়মিত খান নুন জল
1/7
আপনার যদি অনিদ্রার সমস্যা থাকে তাহলে প্রতিদিন সকালে নুন মিশিয়ে জল পান করা জরুরি। নুন জল শুধু আপনার ঘুমের উন্নতিই করে না, এটি আপনাকে আরও অনেক স্বাস্থ্য উপকারিতাও দেয়।
2/7
ঘুমের সমস্যা দূর করতেও নুন জল কার্যকর। নুন অ্যাড্রেনালিন এবং কর্টিসল কমায়, যার ফলে রাতে ভালো ঘুম হয়। তাই প্রতিদিন সকালে খালি পেটে নুন জল পান করুন।
3/7
নুন জলে পর্যাপ্ত পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। যা অ্যান্টিব্যাকটেরিয়ালের মতো কাজ করে এবং শরীর থেকে বিপজ্জনক ব্যাকটেরিয়া দূর করে।
4/7
এই জল পান করলে খাবার দ্রুত হজম হয়। এর পাশাপাশি লিভার এবং অন্ত্রও সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এটি কেবল পাচনতন্ত্রকে কেবল পরিষ্কার করে না, এটি কোষ্ঠ্যকাঠিন্য হওয়ার থেকে রক্ষা করে।
5/7
আপনার যদি অনিদ্রার সমস্যা থাকে তাহলে প্রতিদিন সকালে নুন মিশিয়ে জল পান করা জরুরি।
6/7
নুন লেবু জল যদি রোজ নিয়ম মত খান তাহলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে তা অনেকটা সাহায্য করে।
7/7
নুন ও লেবুর জলের মিশ্রণ মুখে লাগালে আমাদের মুখে হওয়া কালো আঁচিল দূর হয়।
Published at : 14 Mar 2022 03:41 PM (IST)