Aamir Khan: সন্তানকে সঙ্গে নিয়ে স্কুলের পথে আমির-নেহা-সোহারা

Bollywood Celeb with kids post school parents meet: দেখতে দেখতে বছর পার, এবার মেয়েকে নিয়ে স্কুলে নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে এলেন সোহা আলি খান। এলেন আমির, নেহারাও।

সন্তানকে সঙ্গে নিয়ে স্কুলের পথে আমির-নেহা-সোহারা

1/10
সোহা আলি খানের ছোট্ট মেয়ে বাড়ির কাজে হাত লাগাচ্ছে, গতবছর এমনই ছবি প্রকাশ্যে এসেছিল।
2/10
আমির ও কিরণ রাওয়ের সন্তানের নাম আজাদ। আমির ও কিরণের বিয়ে হয় ২০০৫ সালে। ২০১১-তে আজাদের জন্ম। আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তর সন্তান ইরা ও জুনেইদ।
3/10
দেখতে দেখতে বছর পার, এবার মেয়েকে নিয়ে স্কুলের পথে নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে এলেন সোহা আলি খান।
4/10
পতৌদি পরিবারের সঙ্গে জড়িয়ে নাম। মা-বাবা দুই জনই তারকা। তা সত্ত্বেও বাকি তারকা-সন্দানদের থেকে অন্য পরিবেশে বড় হচ্ছে ইনায়া নেওমি খেমু।
5/10
প্রতিবার ছোট্ট ভাই আজাদের জন্মদিনে আদরে ভরিয়ে শুভেচ্ছা জানান আমির খানের মেয়ে ইরা খান।
6/10
যদিও বরাবরাই বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে সিনেমার পাশাপাশি পরিবারকেও সময় দিতে দেখা গিয়েছে।
7/10
ছোটদের সঙ্গে বরাবরই তাঁকে অন্যভাবে দেখা গিয়েছে, তা সে, তারে জমিন পর-র ফ্রেম হোক, কিংবা ৯০ দশকের হিন্দি যেকোনও ছবি।
8/10
বলিউড তারকা সোহা আলি খান ও কুণাল খেমুর ছোট্ট মেয়ে ইনায়া। বয়স মাত্র চার বছর। তার নানা কর্মকাণ্ডের ছবি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন সোহা এবং কুণাল।
9/10
গোটাদেশেই কমবেশি পারদ চড়ে রয়েছে। তার মধ্য়ে নিজের মেয়েকে কোলে নিয়ে স্কুলের পথে নেহা ধুপিয়া।
10/10
মাঝে মাঝেই সোহা আলি খান ও কুণাল খেমুর ছোট্ট মেয়ে ইনায়ার ছবি সোশ্য়ালে আসে। সেখানেই দেখা যায় শুধু জামাকাপড় ভাঁজই নয়, সেটা সাজিয়েও রাখতে দেখা গিয়েছে ইনায়াকে।
Sponsored Links by Taboola