Bollywood News: হাজির আসল পুরোহিত, শ্যুটিং করতে গিয়ে নায়কের সঙ্গে বিয়েই হয়ে গিয়েছিল এই নায়িকার?
Bollywood Gossip: এই নায়িকার এখন সুখী সংসার
শ্যুটিং সেটেই বিয়ে হয়ে গিয়েছিল এই অভিনেত্রীর?
1/10
২০১২ সালে বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)- এর সঙ্গে বিয়ে হয় তাঁর। এরপরে দুই ছেলে নিয়ে রূপকথার সংসার তাঁর। বলিউডের 'কাপেল গোল' তাঁরা।
2/10
জেনেলিয়া ডি'সুজা (Genelia D'souza)। বিয়ের পর অবশ্য নিজের পদবি বদলে জেনেলিয়া দেশমুখ করে নিয়েছেন তিনি। রীতেশের সঙ্গে মায়ানগরীতে সুখের সংসার জেনেলিয়ার।
3/10
বর্তমানে বলিউডে হাতে গোনা কাজ করেন জেনেলিয়া। কাজের সংখ্যা কমিয়েছেন রীতেশও। কাজের পাশাপাশি, দুই ছেলেকে বড় করার জন্য যথেষ্ট সময় দেন রীতেশ ও জেনেলিয়া দুজনেই।
4/10
যাঁদের সম্পর্কে কখনোই শোনা যায় না কোনও ভাঙনের গুঞ্জন, সেই জেনেলিয়ারই নাকি আগে একবার বিয়ে হয়ে গিয়েছিল! তাও দুর্ঘটনাক্রমে?
5/10
২০১২ সালে আগুনের মতো ছড়িয়ে পড়ে এই গুঞ্জন। জেনেলিয়ার নাকি জন আব্রাহামের সঙ্গে আগেই একবার বিয়ে হয়ে গিয়েছিল! তাও সিনেমার সেটে!
6/10
শোনা যায়, একটি বিয়ের দৃশ্য শ্যুটিং হচ্ছিল। আর সেখানে নিয়ে আসা হয়েছিল আসল পুরোহিতকে। সেই পুরোহিত অবশ্য নাকি মনে করেছিলেন, সত্যিই বিয়ে দিতে হবে জন আর জেনেলিয়ার।
7/10
যেমন ভাবা তেমন কাজ। সাত পাক থেকে শুরু করে মালা বদল, এমনকি সিঁদুরদান পর্যন্ত! সবই নাকি সেই পুরোহিত করিয়ে ফেলেন, আসল বিয়ের নিয়মে। আসল মন্ত্র পড়ে।
8/10
তাহলে কি সামাজিক মতে সত্যিই বিয়ে হয়ে গিয়েছিল জন আর জেনেলিয়ার? সদ্য এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন নায়িকা।
9/10
গোটা বিষয়টা পুরোপুরি নাকচ করে জেনেলিয়া জানান, এটা একেবারেই রটনা। জনের সঙ্গে বিবাহের দৃশ্যের শ্যুট ছিল বটে, কিন্তু এরকম কোনও ঘটনাই ঘটেনি।
10/10
জেনেলিয়া আজও জানেন না, এই রটনা কিভাবে হল। তবে যে এই রটনা করেছে, জেনেলিয়া তাঁদেরকে গিয়েই জিজ্ঞাসা করতে বলেছেন কেন এই রটনার সূত্রপাত।
Published at : 21 Jun 2025 08:00 AM (IST)