Entertainment: জুহুর ময়দানে চাঁদের হাট, ফুটবল প্র্যাকটিসে বলি-তারকারা
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় তাঁকে। কিন্তু রবিবার এ কোন রূপে ক্যামেরায় ধরা দিলেন ইব্রাহিম আলি খান?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিনেমার সেট নয়, একেবারে বাস্তবেই মাঠে নেমে পড়েছিলেন অভিষেক বচ্চন। নিছক হালকা মেজাজে নয়, আগ্রাসী ফুটবলারের মতোই দেখা গেল তাঁকে।
ছিলেন টাইগার শ্রফও। বস্তুত জুহু-র এই ময়দানে প্র্যাকটিসে নামতে গেল বলিউডের বহু তারকাকেই। কিন্তু কীসের প্র্যাকটিস?
এএসএফসি ম্যাচের জন্য মরিয়া প্রস্তুতি চলছে জুহু-র ফুটবল মাঠে। রবিবার তারই প্রস্তুতিতে নেমেছিলেন অভিষেক, ইব্রাহিম, টাইগাররা।
গত মে মাসে দুবাইয়ে একটি ম্যাচ খেলতে যায় এএসএফসি ফুটবল টিম। তাতে ক্যাপ্টেন ছিলেন অভিষেক, ভাইস-ক্য়াপ্টেন রণবীর কাপুর।
টিমে ছিলেন কার্তিক আরিয়ান, অভিমন্যু দাসানি, অপারশক্তি খুরানা, শশাঙ্ক খৈতান, সাবির অহলুওয়ালিয়া-সহ আরও অনেকে।
রবিবার তাঁদের অনেককেই প্রস্তুতির জন্য দেখা গেল জুহু-র ফুটবল ময়দানে। একসঙ্গে একঝাঁক বলি-তারকাকে দেখে খুশি ভক্তরাও।
কাজের দিক থেকে এই মুহূর্তে প্রত্যেকেই ব্যস্ত। সইফ-পুত্র অবশ্য় এখনও পর্যন্ত পর্দায় আসেননি। শোনা যায়, সহকারী পরিচালকের কাজ করছেন তিনি। তবে খেলার মাঠে তাঁকে দেখে ক্রিকেট-কিংবদন্তী ঠাকুরদার কথা মনে পড়ে যাচ্ছে অনেকের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -