Entertainment: জুহুর ময়দানে চাঁদের হাট, ফুটবল প্র্যাকটিসে বলি-তারকারা
Celebrities Practice: এএসএফসি ম্যাচের জন্য মরিয়া প্রস্তুতি চলছে জুহু-র ফুটবল মাঠে। রবিবার তারই প্রস্তুতিতে নেমেছিলেন অভিষেক বচ্চন, ইব্রাহিম আলি খান ও টাইগার শ্রফ।
ASFC ফুটবল ম্যাচের প্র্যাকটিসে বলি-তারকারা
1/8
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় তাঁকে। কিন্তু রবিবার এ কোন রূপে ক্যামেরায় ধরা দিলেন ইব্রাহিম আলি খান?
2/8
সিনেমার সেট নয়, একেবারে বাস্তবেই মাঠে নেমে পড়েছিলেন অভিষেক বচ্চন। নিছক হালকা মেজাজে নয়, আগ্রাসী ফুটবলারের মতোই দেখা গেল তাঁকে।
3/8
ছিলেন টাইগার শ্রফও। বস্তুত জুহু-র এই ময়দানে প্র্যাকটিসে নামতে গেল বলিউডের বহু তারকাকেই। কিন্তু কীসের প্র্যাকটিস?
4/8
এএসএফসি ম্যাচের জন্য মরিয়া প্রস্তুতি চলছে জুহু-র ফুটবল মাঠে। রবিবার তারই প্রস্তুতিতে নেমেছিলেন অভিষেক, ইব্রাহিম, টাইগাররা।
5/8
গত মে মাসে দুবাইয়ে একটি ম্যাচ খেলতে যায় এএসএফসি ফুটবল টিম। তাতে ক্যাপ্টেন ছিলেন অভিষেক, ভাইস-ক্য়াপ্টেন রণবীর কাপুর।
6/8
টিমে ছিলেন কার্তিক আরিয়ান, অভিমন্যু দাসানি, অপারশক্তি খুরানা, শশাঙ্ক খৈতান, সাবির অহলুওয়ালিয়া-সহ আরও অনেকে।
7/8
রবিবার তাঁদের অনেককেই প্রস্তুতির জন্য দেখা গেল জুহু-র ফুটবল ময়দানে। একসঙ্গে একঝাঁক বলি-তারকাকে দেখে খুশি ভক্তরাও।
8/8
কাজের দিক থেকে এই মুহূর্তে প্রত্যেকেই ব্যস্ত। সইফ-পুত্র অবশ্য় এখনও পর্যন্ত পর্দায় আসেননি। শোনা যায়, সহকারী পরিচালকের কাজ করছেন তিনি। তবে খেলার মাঠে তাঁকে দেখে ক্রিকেট-কিংবদন্তী ঠাকুরদার কথা মনে পড়ে যাচ্ছে অনেকের।
Published at : 04 Sep 2022 09:10 PM (IST)