Abhishek Bachchan Birthday: বলিউডে আসার আগে কী করতেন অভিষেক? রইল অনেক চমকদার তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'রিফিউজি' ছবি দিয়ে বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন। বিপরীতে দেখা যায় করিনা কপূরকে। ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি। যদিও ২০০০ সালের সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকায় পঞ্চম স্থানে ছিল এই ছবি। তবে, ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হন অভিষেক এবং করিনা দুজনেই।
অনেকেই হয়তো জানেন না। প্রিয়ঙ্কা চোপড়ার ডাক নাম 'পিগি চপস' দিয়েছিলেন অভিষেক বচ্চনই।
আমির খানের 'তারে জমিন পর' ছবির জন্য আজ আর ডিসলেক্সিয়া অসুখটার নাম অজানা নয়। ছোটবেলায় এই অসুখেই ভুগতেন অভিষেক বচ্চনও।
অমিতাভ বচ্চনের 'ডন' ছবির 'খাইকে পান বানারসওয়ালা' গানটির নাচ আসলে অভিষেক বচ্চনের জন্যই তৈরি হয়। জানা যায়, বাড়িতে মজা করে ওভাবেই নাচতেন অভিষেক।
শোনা যায়, মেয়ে আরাধ্যার সঙ্গেই কান বিঁধিয়েছিলেন অভিষেক বচ্চনও। মেয়ের কষ্ট অনুভব করার জন্যই তিনি এমন করেন। শুধু তাই নয়, সূত্রের খবর, মেয়ের জন্মের পর অভিষেক কোনও ছবির প্রস্তাবে রাজী হওয়ার আগে তার কথা ভাবেন। ছোট্ট আরাধ্যা যখন ছবিটা দেখবে, তখন তার উপর কী প্রভাব পড়বে, তা ভেবেই ছবির প্রস্তাবে রাজী হন।
২০০৯ সালে 'দিল্লি সিক্স' ছবিতে অভিনয়ের সময় গিনেস রেকর্ড গড়েন অভিষেক বচ্চন। তারকা হিসেবে সবথেকে বেশিবার সাধারণ মানুষের সামনে আসার জন্যই এই রেকর্ড তৈরি হয়।
পর্দায় শুধু অভিনয়ই নয়, গানও গেয়েছেন অভিষেক বচ্চন। 'ব্লাফমাস্টার' ছবিতে 'রাইট হিয়ার রাইট নাও' গানটি গান তিনি।
বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি কর্ণ জোহরের 'কভি খুশি কভি গম'। এই ছবিতেই ক্যামিও চরিত্রের জন্য শ্যুটিং করেন অভিষেক বচ্চন। সূত্রের খবর, পরে অভিষেক কর্ণকে অনুরোধ করেন যে, তাঁর অংশটি ছবি থেকে বাদ দেওয়ার জন্য।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বলিউডে অভিনয় কেরিয়ার শুরুর আগে অন্য কাজ করতেন অভিষেক বচ্চন। তিনি নাকি এলআইসি এজেন্ট হিসেবে কাজ করতেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -