Abhishek Bachchan: ৪৮ পূর্ণ করলেন অভিষেক বচ্চন, ফিরে দেখা বলিউডে তাঁর 'ডেবিউ-সফর'
Abhishek Bachchan Story: ২০০০-এর দশকের একেবারে গোড়ার দিকে বলিউডে কাজ করতে এসে বিপাকে পড়তে হয় অভিষেক বচ্চনকে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিষেক নিজেই শোনান সেই গল্প।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10
আজ ৫ ফেব্রুয়ারি। জন্মদিন বলিউডের তারকা অভিনেতা অভিষেক বচ্চনের। পূর্ণ করলেন ৪৮ বছর বয়স। ছবি: ইনস্টাগ্রাম
2/10
বলিউডে স্বজনপোষণ নিয়ে অভিযোগ নতুন নয়, তবে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের ছেলে হওয়া সত্ত্বেও অভিষেক বচ্চনের পথচলা খুব একটা মসৃণ হয়নি। ছবি: ইনস্টাগ্রাম
3/10
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিষেক জানান যে সেই সময় একাধিক ফিল্ম ম্যাগাজিনে ছাপা হচ্ছিল যে অমিতাভ বচ্চনের ছেলে ডেবিউর জন্য তৈরি হচ্ছেন, কিন্তু আদতে কোনও পরিচালক তাঁকে নিয়ে কাজ করতে চাইছিলেন না। ছবি: ইনস্টাগ্রাম
4/10
অভিষেক বচ্চনের কথায়, 'ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি যোগ দেব এমন প্রবল গুঞ্জন, আলোচনা ও উত্তেজনা শোনা যাচ্ছিল। আমার জন্য নয়, বরং আমি যাঁর সন্তান তাঁর জন্য।' ছবি: ইনস্টাগ্রাম
5/10
'কিন্তু আসল ঘটনাটা তার উল্টো ছিল, লোকজন আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন না। আমার মনে হয়, যতজন পরিচালকের সঙ্গে দেখা করা যায় আমি সকলের সঙ্গে দেখা করি, এবং সকলে খুব সম্মানের সঙ্গে নাকচ করে দেন এই বলেন, 'আমরা তোমাকে দেখার দায়িত্ব নিয়ে চাই না'।' ছবি: ইনস্টাগ্রাম
6/10
অভিষেক এরপর তাঁর ডেবিউ ফিল্মের কথা মনে করেন। তিনি জানান যে তখন একটি পিরিয়ড ফিল্ম তৈরি করতে থাকেন, সেই সময় যার নাম ছিল 'সমঝোতা এক্সপ্রেস'। ছবি: ইনস্টাগ্রাম
7/10
সঙ্গী ছিলেন তাঁর বন্ধু ও সহকারী পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা, যিনি তাঁর প্রথম ছবির জন্য কোনও অভিনেতা পাচ্ছিলেন না। সেই চরিত্রের জন্য অভিষেক গোঁফ দাড়ি বাড়িয়ে তোলেন। ছবি: ইনস্টাগ্রাম
8/10
কিন্তু এরপর যখন তাঁরা দু'জনে এই ছবি 'এবিসিএল' ব্যানারে প্রযোজনার জন্য অমিতাভ বচ্চনকে গল্প শোনান, তিনি নাকি বলেই দেন চিত্রনাট্য একেবারে 'ফালতু'। ছবি: ইনস্টাগ্রাম
9/10
ছেলের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য অভিষেককে নিয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে যান অমিতাভ বচ্চন। সেখানে চিত্র পরিচালক জেপি দত্তের নজর কাড়েন অভিষেক। তার দিন দুই পরে নিজের আগামী ছবির জন্য অভিষেকের কাছে প্রস্তাব পাঠান। ছবি: ইনস্টাগ্রাম
10/10
মোঘল বংশধর, বাহাদুর শাহ জাফরের পুত্রের ওপর নির্ভর করে ছবি তৈরির কথা ছিল। সেই ছবি বাস্তবায়িত হয়নি, তবে জেপি দত্ত অবশেষে ২০০০ সালে তাঁর কাঁটাতারের প্রেমকাহিনি 'রিফিউজি' ছবিতে অভিষেক বচ্চনকে কাস্ট করেন। ছবি: ইনস্টাগ্রাম
Published at : 05 Feb 2024 11:19 PM (IST)