Abhishek Chatterjee Demise: ৯০-এর দশকের হিরো থেকে ছোটপর্দা, ফিরে দেখা অভিষেকের অভিনয় জীবন
প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৭ বছর। রাত ১টা নাগাদ আনোয়ার শাহ রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। ছবি সৌজন্য- অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলা বিনোদন দুনিয়ার আর একটি তারা নিভে গেল। আনোয়ার শাহ রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিষেক চট্টোপাধ্যায়ের। ছবি সৌজন্য- অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ
বুধবার সন্ধে থেকেই তিনি অসুস্থ বোধ করেন। তবে হাসপাতালে নয়, বাড়িতেই চিকিৎসা করাতে চান তিনি। কিন্তু শেষরক্ষা হল না। মধ্যরাতে মৃত্যু হয় তাঁর। ছবি সৌজন্য- অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ
১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। ১৯৮৬-তে তরুণ মজুমদারের ছবি পথভোলা দিয়ে সিনেমায় যাত্রা শুরু। ছবি সৌজন্য- অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ
দহন, বাড়িওয়ালি, আলোর মতো একাধিক ছবিতে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ছবি সৌজন্য- অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ
বাংলা সিনেমায় একটা সময়ে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। ৯০- এর দশক থেকে বর্তমান সময়ে ধারাবাহিকে তাঁর অভিনয়, দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।
‘ওরা চারজন’, ‘অমর প্রেম’, ‘ইন্দ্রজিৎ’, ‘মায়াবিনী’, ‘শক্তি’, ‘রাজার রাজা’ ‘সংঘর্ষ’, ‘লাঠি’, ‘ভাই আমার ভাই-এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন।
সিনেমার পর বাংলা টেলিভিশনেও নজর কেড়েছেন অভিষেক। একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ছবি সৌজন্য- অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ
‘টাপুর টুপুর’, ‘আঁচল’, ‘চোখের তারা তুই’, ‘অন্দরমহল’, ‘মোহর’, ‘খড়কুটো’-র মতো বহু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। ছবি সৌজন্য- অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ
অভিষেকের মৃত্যুতে টলিউডে শোকের ছায়া। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ছবি সৌজন্য- অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -