Abhishek Chatterjee Film: শেষবার পর্দায় অভিষেক চট্টোপাধ্যায়কে নিয়ে আসছে ‘পঞ্চভুজ’
শেষবারের মতো বড়পর্দায় অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। নাহ, কোনও পার্শ্বচরিত্রে নয়, একেবারে মুখ্যভূমিকায়। ছবির শ্যুটিং শেষ করে গেলেও, তিনি যে ছবির মুক্তি দেখতে পাবেন না তা বোধহয় কল্পনা করেননি কেউই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরানা বন্দ্যোপাধ্যায়ের ‘পঞ্চভুজ’ (Panchabhuj) ছবিতে অভিষেক চট্টোপাধ্যায়ই মুখ্য অভিনেতা ‘রাঘব’। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন সোমা বন্দ্যোপাধ্যায় (Soma Banerjee), কণীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে ছবির পোস্টার, গান। প্রযোজনায় সৌমেন চট্টোপাধ্যায় (Soumen Chatterjee)।
ছবির কেন্দ্রীয় চরিত্র রাঘব পঞ্চভুজ আশ্রমের বাসিন্দা। আশ্রমটি শহর থেকে অনেক দূরে। সঙ্গে থাকেন তাঁর মতোই আরও কিছু মানুষ।
আর থাকে এক দল অনাথ ছেলে-মেয়ে। যারা ওই আশ্রমের স্কুলে লেখা-পড়া শিখে মানুষ হচ্ছে। রাঘব-এর ভাবনা অনুসরণ করে, এগিয়ে চলতে থাকে ‘পঞ্চভুজ’। পড়াশোনার পাশাপাশি আশ্রমিকেরা ব্যস্ত নানা ধরনের হাতের কাজ নিয়েও।
নিজের স্ট্রিম অফ্ কনসাস্নেস- এর দ্বারা, রাঘব সৃষ্টি করতে থাকেন, রামধনুর মত রঙিন নানান বিষয়বস্তু নিয়ে, সহজ সরল শিল্পকর্ম। যা তিনি পেয়ে যান, আশেপাশের উপাদান থেকে।
এমনকি, নিজের শিক্ষা বুদ্ধি ও কল্পনার মাধ্যমে,অতি সাধারণের মধ্যে থেকেই খুঁজে নেন, নিজের সহকর্মী ও শিল্পের কলাকুশলীদের।
তার মধ্যেই আচমকা সামনে আসে রাঘবের একান্ত ব্যক্তিগত কিছু সঙ্কট। তাকে অতিক্রম করেই কি এগিয়ে যেতে পারবে সে? আপাতত এর বেশি গল্প এখনই বলতে নারাজ পরিচালক। ৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবির পোস্টার, ট্রেলার ও গান।
গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিষেক। বাংলা সিনেমা যখন তলানিতে, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছবির হাল ধরেছিলেন অভিষেক। অভিনয় করেছেন একাধিক বাংলা ছবি ও ধারাবাহিকে।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কনীণিকা বন্দ্যোপাধ্যায়।
এই ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, চন্দ্রিমা রায়, পর্ণা ঘটক, অম্বালিকা ঘোষ, অনিমেষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -