Abhishek Sharma: সোশ্যাল মিডিয়ায় আবেগঘন হৃত্বিক রোশনের 'ভাই' অভিষেক শর্মা, চেনেন তাঁকে?

Abhishek Sharma Update: কহো না... পেয়ার হ্যায় মুক্তি পায় ২০০০-এর ১৪ জানুয়ারি। ২৩ বছর পূর্ণ। এদিন খানিক নস্ট্যালজিক হয়ে পড়লেন অভিষেক শর্মা। ছবিতে যিনি হৃত্বিকের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1/10
এই যুবককে চিনতে পারছেন? নাম অভিষেক শর্মা।
2/10
২০০০ সালে মুক্তি পায় ব্লকবাস্টার ছবি 'কহো না পেয়ার হ্যায়'। সেই ছবিতে হৃত্বিক রোশনের ভাই অমিতের চরিত্রে অভিনয় করেছিলেন।
3/10
ছবির ২৩ বছর পূর্তি হল আজ। নিজের সোশ্যাল মিডিয়ায় খানিক আবেগঘন হলেন ৩১ বছরের এই অভিনেতা।
4/10
ইনস্টাগ্রামে এদিন একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এটা বেশ একটা লম্বা সফর এবং আমি আশীর্বাদধন্য এমন একটা ঐতিহাসিক ছবির অংশ হতে পেরে যেখান থেকে আমি প্রচুর শিখতে পেরেছি যা আমি দীর্ঘ সময় ধরে এবং এখনও নিজের সঙ্গে রেখে চলেছি...'।
5/10
পোস্টে তিনি সিনেমার একটি ছবির সঙ্গে তাঁর এখনের একটি ছবি কোলাজ করে পোস্ট করেন। ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য তিনি রাকেশ রোশন ও হৃত্বিক রোশনকে ধন্যবাদও জানান।
6/10
তিনি লেখেন, 'ধন্যবাদ রাকেশ আঙ্কল আমাকে এই দুর্দান্ত সুযোগ দেওয়ার জন্য ও আমাকে আমার প্যাশন সম্পর্কে শিক্ষিত করার জন্য...।'
7/10
তিনি আরও লেখেন, 'ধন্যবাদ হৃত্বিক দাদা আমাকে প্রত্যেকদিন আরও ভাল হয়ে ওঠার অনুপ্রেরণা দেওয়ার জন্য... এই সফরের জন্য আমি একটা সুন্দর শৈশব পেয়েছি।'
8/10
২০০০ সালে এই ছবির হাত ধরে বলিউড দুই নতুন ট্যালেন্টকে পায়। সেই সময়ে ব্লকবাস্টার হিট হয় এই ছবি। 'কহো না... পেয়ার হ্যায়' ছবির গল্প মূলত সোনিয়া ও রোহিতের প্রেমকাহিনি নিয়ে তৈরি।
9/10
রোহিত ও সোনিয়া একে অপরের প্রেমে পড়ে এবং এরপর রোহিত খুব রহস্যজনকভাবে খুন হয়ে যায়। সেই শোক থেকে রেহাই পেতে নিউজিল্যান্ডে পাড়ি দেয় সোনিয়া।
10/10
কিন্তু সেখানে গিয়ে তাঁর দেখা হয় রাজের সঙ্গে, যাকে রোহিতের মতো দেখতে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন হৃত্বিক।
Sponsored Links by Taboola