Roktobeej Movie: ওটিটিতে নেই, বড়পর্দাতেও দেখা হয়নি? এবার ছোটপর্দায় দেখে নিন 'রক্তবীজ'
পায়ে পায়ে ১০০ দিন পার করল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রথম থ্রিলার 'রক্তবীজ'। আর সাফল্য উদযাপনে সামিল হলেন ছবির পরিচালকদ্বয় থেকে শুরু করে নায়ক-নায়িকা ও অন্যান্য কলাকুশলীরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনন্দিতা আর মিমির খুনসুটি.. নজর কাড়ল পরিচালক নায়িকার এই মিষ্টি সম্পর্ক। একসঙ্গে ক্যামেরাবন্দিও হলেন তাঁরা।
এদিন সবাই মিলে কেক কাটা হল, আবির-সংযুক্তা মাতলেন খুনসুটিতেও। আবির বললেন, 'সনউক্তা বলব না সংযুক্তা'
পুজোর সময় মুক্তি পাওয়া এই ছবি বক্সঅফিসে পার করল ১০০ দিন। বক্সঅফিসে এই ছবির ব্যবসার অঙ্কও মন্দ নয়।
এদিন কেবল ১০০ দিনের উদযাপন নয়, ঘোষণা করা হল এই ছবির টেলিভিশন প্রিমিয়ারের দিনও।
এদিনকার উদযাপনে হাজির ছিলেন নন্দী সিস্টার্স। 'রক্তবীজ' ছবির হাত ধরেই প্রথম টলিউডে কাজ করলেন তাঁরা।
এই ছবিটি ছোটপর্দায় দেখা যাবে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি। এদিন অনুষ্ঠানে ছিলেন ছোট ও বড়পর্দার অন্যান্য কলাকুশলীরাও।
'রক্তবীজ' (Roktobeej) তৈরি হয়েছে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নিয়ে। আর এই ছবিতে, দুই পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে।
'রক্তবীজ' থ্রিলার হলেও, পুরুষকেন্দ্রিক নয়। সেখানে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছেন এক নারীও। আর এই ছবি নেপথ্যে রয়েছেন তিন নারী। পরিচালকের আসনের গুরুদায়িত্বে রয়েছেন নন্দিতা। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী ও জিনিয়া।
তাঁদের কলমেই তৈরি হয়েছে বড়পর্দায় জমাটি এক থ্রিলার। ইতিমধ্যেই, পরিচালক-প্রযোজকেরা জানাচ্ছেন, দর্শকদের এই ছবি নিয়ে উচ্ছ্বাসের কথা। পুজোর পরেই হল ভরিয়ে এই থ্রিলার দেখছেন দর্শকেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -