Abir Chatterjee: এ কী চেহারা হয়েছে আবিরের! চেনাই দায়
প্রস্থেটিক মেকআপ। আজকের দিনে এই শব্দটার সঙ্গে পরিচিত বহু মানুষ। কম বেশি সকলেরই জানা আছে যে প্রস্থেটিক মেকআপের মাধ্যমে যেকোনও কাউকে যেকোনও লুক দেওয়া সম্ভব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতেমনটাই দেখা গেল ফের। সম্প্রতি টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় তেমনই একটি ছবি পোস্ট করেছেন। বলে না দিলে তাঁর আসল চেহারা আন্দাজ করা কঠিন। সঙ্গে বোঝাই যাচ্ছে না যে তিনি কে?
সম্প্রতি টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একেবারে বৃদ্ধ লুকে।
সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। তিনি মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু।
ছবি পোস্ট করে আবির লিখেছেন, 'সেই জাদুকরের সঙ্গে যিনি 'মায়াকুমারী' (Maayakumari) ছবিতে কানন কুমার এবং অহিরের আলাদা আলাদা লুক তৈরি করেছেন। উল্লাস সোমনাথ দা (সোমনাথ কুন্ডু)'।
ছবিতে আবিরের লুক দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের। কেউ বিশ্বাসই করতে পারছেন না যে, ছবিতে থাকা বৃদ্ধ ব্যক্তিটি আসলে হ্যান্ডসাম আবির চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে 'মায়াকুমারী'। এই ছবিতে ৪০-এর দশকের এক চর্চিত সম্পর্কের গল্প উঠে এসেছে পর্দায়। মায়াকুমারী আর কাননকুমারের জুটি পর্দায় জনপ্রিয় ছিল।
কিন্তু পর্দার বাইরেও সম্পর্ক গড়ে ওঠে এই জুটির। বিবাহিতা ছিলেন মায়াকুমারী। কানন কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক ভালভাবে নেয়নি তৎকালীন সমাজ।
পরবর্তীকালে অভিনয় ছেড়ে সংসারেই মন দিয়েছিলেন মায়াকুমারী। কিন্তু মায়াকুমারীর আকস্মিক মৃত্যুর পিছনে কি কোনই কারণ ছিল না?
কোনও সম্পর্কের টানাপোড়েনের পিছনে আসল সত্যিটা ঠিক কী ছিল, সেই গল্পই উঠে এসেছে ছবির পর্দায়। কানন কুমারের সঙ্গে যে সময়ে সম্পর্কে জড়িয়েছিলেন মায়াকুমারী, তখন শীতল ভট্টাচার্যের স্ত্রী ছিলেন তিনি।
ছবিতে প্রশংসিত হয়েছে আবির চট্টোপাধ্যায়ের লুক থেকে অভিনয়। দর্শকদের কাছে তিনি এমনিতেই জনপ্রিয়। সাম্প্রতিক লুকে তিনি আরও চমকে দিয়েছেন দর্শকদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -