সোশ্যাল মিডিয়ায় সচেতনতা প্রচারের জন্য বিশেষ সম্মান পেলেন দেবিনা
সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় তিনি। আর এবার সপ্তম সোলস লায়নস গোল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারের সম্মান পেলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনায়াসের মানুষের মধ্যে সচেতনতা প্রচার করতে পারেন দেবিনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় পুরষ্কার নেওয়ার মুহূর্তের ছবি শেয়ার করেছেন দেবিনা। লিখেছেন, 'এই পুরষ্কার নেওয়ার পর মনে হচ্ছে দায়িত্ব আরও বেড়ে গেল'
সাদা শাড়িতে ঝলমল করছিলেন দেবিনা। পুরষ্কার হাতে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন তিনি।
মহারাষ্ট্রের গভর্নর শ্রী ভগৎ সিং-এর হাত থেকে পুরষ্কারটি গ্রহণ করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় কেবল ঝলমলে ছবি শেয়ার করাই নয়, হামেশাই বিভিন্ন সচেতনতামূলক প্রচার করেন দেবিনা। করোনা পরিস্থিতিতেও বিভিন্ন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছেন তিনি।
করোনা আক্রান্ত হয়েছিলেন দেবিনা ও তাঁর স্বামী গুরমিত। সেরা ওঠার পর একটি সরকারি হাসপাতালে গিয়ে প্লাজমা দান করেছিলেন তাঁরা। অনুরাগীদের উদ্বুদ্ধ করার জন্যই এই পদক্ষেপ নিয়েছিলেন তাঁরা
লাগাতার লকডাউনের জেরে ক্ষতির মুখ দেখেছে বড় থেকে ছোট সমস্ত শিল্প। কাজ হারিয়েছে বহু মানুষ। এবার মুম্বইয়ের ছোট আঞ্চলিক শিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করে দেবিনা। সেখানে তিনি বলছেন, 'রেড কার্পেট লুক থেকে বিমানবন্দরের সাধারণ পোশাক, স্টাইল সবটাই তৈরি করেন শিল্পীরা। ফ্যাশান ইন্ড্রাস্টিই সবসময় তারকাদের সাজিয়ে তোলে।এবার আমাদের সময় ছোট ছোট অঞ্চলিক শিল্পীদের কিছু ফিরিয়ে দেওয়ার। আমাদের কর্তব্য তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।'
দেবিনা জানিয়েছিলেন, মুম্বই ও আশেপাশের অঞ্চলের শিল্পীরা যদি তাঁর সঙ্গে যোগাযোগ করেন ও তাঁর কাছে তৈরি ফ্যাশান প্রোডাক্ট পাঠিয়ে দেন তবে সেগুলি নিয়ে ফটোশ্যুট করবেন দেবিনা। পোশাক হোক বা গয়না ও অন্যান্য সামগ্রী, সেগুলো পরে ফটোশ্যুট করে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন দেবিনা। সঙ্গে থাকবে সেই পোশাক বা গয়না বিক্রেতার নাম ও সমস্ত তথ্য।
দেবিনা জানাচ্ছেন, এই কাজটি তিনি করবেন সম্পূর্ণ বিনামূল্যে। ফটোশ্যুট থেকে শুরু করে বিজ্ঞাপন, কোনও কিছুর জন্যই বিক্রেতার কাছ থেকে টাকা নেবেন না তিনি। বরং যদি একটু বিক্রি বাড়ে তাহলেই খুশি দেবিনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -