Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi on Tokyo Paralympics: প্যারালিম্পিক্সে পদকজয়ীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
এবারের প্যারালিম্পিক্সেই ভারতের সবচেয়ে ভাল ফল হয়েছে। ১৯টি পদক জিতেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। ছবি সৌজন্যে পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সকালে প্যারা অ্যাথলিটদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি সৌজন্যে ট্যুইটার/@ANI
ব্যাডমিন্টনে রুপো জিতেছেন গৌতম বুদ্ধ নগরের জেলা শাসক সুহসা ইয়েথিরাজ। তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ছবি সৌজন্যে ট্যুইটার/@ANI
প্যারালিম্পিক্সে পদকজয়ী ভাবিনা পটেল, নিশাদ কুমার, যোগেশ কাঠুনিয়া, দেবেন্দ্র ঝাঝারিয়া, মরিয়াপ্পান থঙ্গভেলু, প্রবীণ কুমার, অবনী লেখারা, সুমিত আন্টিল, মণীশ নারওয়াল, প্রমোদ ভগৎ, কৃষ্ণা নাগর, সুন্দর সিংহ গুর্জর, সিংহরাজ আধানা, শরদ কুমার, হরবিন্দর সিংহ, মনোজ সরকারদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী। ছবি সৌজন্যে ট্যুইটার/@ANI
প্যারা অ্যাথলিটদের সঙ্গে আলাদা করে কথাও বলেন প্রধানমন্ত্রী। ছবি সৌজন্যে ট্যুইটার/@ANI
২০১৬ রিও প্যারালিম্পিক্সে রুপো জিতেছিলেন দীপা মালিক। তিনি টোকিও প্যারালিম্পিক্সে যোগ না দিলেও, ভারতীয় প্যারা অ্যাথলিটদের উৎসাহ দিয়ে যান। ছবি সৌজন্যে ট্যুইটার/@DeepaAthlete
এবারের প্যারালিম্পিক্সে ভারত পাঁচটি সোনা, আটটি রুপো ও ৬টি ব্রোঞ্জ পদক পেয়েছে। পদক তালিকায় ২৪ নম্বরে শেষ করেছে ভারত। ছবি সৌজন্যে পিটিআই
সোমবার বিকেলে দেশে ফেরে ভারতের ব্যাডমিন্টন, শ্যুটিং ও রিকার্ভ আর্চারি দল। ছবি সৌজন্যে পিটিআই
বিমানবন্দরে সবচেয়ে বেশি উৎসাহ ছিল জোড়া পদকজয়ী তরুণী অবনী লেখারা, সোনাজয়ী শাটলার প্রমোদ ভগৎ ও কৃষ্ণা নাগর, রুপোজয়ী সুহাস ইয়েথিরাজ, ব্রোঞ্জজয়ী মনোজ সরকার, শ্যুটার সিংহরাজ আদানা ও মণীশ নারওয়ালকে নিয়ে। ছবি সৌজন্যে পিটিআই
প্যারা অ্যাথলিটদের স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী, প্রাক্তন হকি খেলোয়াড় সন্দীপ সিংহ এবং প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার কর্তারা। এছাড়া বহু সাধারণ মানুষও বিমানবন্দরে হাজির হন। ছবি সৌজন্যে পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -