Farida Jalal: শুধু মা-দিদার চরিত্র কেন? আমি আরও চ্যালেঞ্জের অপেক্ষায়: ফরিদা জালাল
সদ্য, সঞ্জয় লীলা ভন্সালীর (Sanjay Leela Bhansali)-র হীরামান্ডি (The Diamond Bazar)-এ অভিনয় করেছেন তিনি। নজরও কেড়েছেন আলাদা করে। অভিনেত্রী ফরিদা জালাল (Farida Jalal)-কে বলা হয়েছে তাঁর সময়ের অন্যতম সেরা অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে সম্প্রতি, নিজের কেরিয়ার নিয়ে, তাঁর ইচ্ছে নিয়ে মুখ খুলেছেন ফরিদা জালাল। জানিয়েছেন, তিনি আরও অন্যরকম, আরও চ্যালেঞ্জিং চরিত্রের অপেক্ষায় রয়েছেন। একঘেয়ে চরিত্র তিনি আর করতে চান না।
সদ্য, ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে, ফরিদা জালাল বলেছেন, ‘আশা করি হীরামান্ডি-র পরে আমি আরও অন্যধারার ও চ্যালেঞ্জিং চরিত্র পাব। একজন প্রবীণ অভিনেতা হিসেবে এটা আমার কামব্যাক ছিল বলতে পারেন।’
ফরিদা আরও বলেন, তিনি নিজেকে একজন এমন অভিনেত্রী বলেই মনে করেন যে বিভিন্ন ধাঁচের চরিত্রই ফুটিয়ে তুলতে পারে সহজে। কিন্তু মা আর দিদা-ঠাকুমার চরিত্রে অভিনয় করতে গিয়ে সেই ক্ষমতা যেন চাপা পড়ে থাকছে।
ফরিদার কথায়, ‘যখনই কেউ আমায় চরিত্রের কথা বলতে আসেন, আমার মনে হয় আবার একটা মায়ের চরিত্র বা আবার একটা ঠাকুমার চরিত্র এসে গিয়েছে। কেউ বোঝেনই না আমি তার চেয়ে অনেক বেশি অভিনয়ে ফুটিয়ে তুলতে পারি।’
কথা বলতে গিয়ে ফরিদা জালাল টেনে আনেন অনুপম খের বা অমরেশ পুরীর প্রসঙ্গও। তাঁর মতে এই অভিনেতারা বর্ষীয়ান হলেও কেবলমাত্র পুরুষ বলে বিভিন্ন ধাঁচের চরিত্রে সুযোগ পান। কেবল বাবা অথবা দাদুর চরিত্রে তাঁদের বেঁধে দেওয়া হয় না।
image 6
এর আগে ফরিদা জালালকে জওয়ানি জানেমন (Jawaani Jaaneman) ও ইত্তু সি বাত (Ittu Si Baat) ছবিতে দেখা গিয়েছিল। শেষবার অন্যরকম চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল হীরামাণ্ডি-তে।
একসময়ে দাপিয়ে অভিনয় করেছেন ফরিদা। তাঁকে ছবির মুখ্যচরিত্রেও দেখা গিয়েছে একাধিকবার। তবে বর্তমানে তাঁকে বয়স্ক ব্যক্তির চরিত্রেই দেখা যায় বেশি।
ফরিদা চান আরও অন্যান্য চরিত্রে অভিনয় করতে যার ফলে তিনি ফের একবার চিনিয়ে দিতে পারেন নিজের অভিনয় প্রতিভা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -