Ms Dhoni: হেনস্থার শিকার হতে হতে বেঁচেছিলেন, ধোনির সঙ্গে প্রথম দেখার অভিজ্ঞতা ভাগ করলেন গুলকি
Gulki Joshi And MS Dhoni: গুলকি আসলে তাঁর এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে ধোনির সঙ্গে প্রথম দেখা করতে গিয়ে কীভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল সে কথা বলেছেন এই অভিনেত্রী।
গুলকি জোশী ও ধোনি
1/10
গুলকি জোশী। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। ম্য়াডাম স্য়ার-এ তাঁর হাসিনা মালিক চরিত্রটি মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। সেই গুলকিই এবার শিরোনামে
2/10
আর এই অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। এই মুহূর্তে সিএসকে অধিনায়ক আইপিএল খেলতে ব্যস্ত। কিন্তু ধোনির সঙ্গে কীসের সম্পর্ক গুলকির? সেটাই খোলসা করেছেন অভিনেত্রী।
3/10
গুলকি আসলে একটি অভিজ্ঞতার কথা সম্প্রতি ফিল্মিমন্ত্রা বলে একটি বিনোদনের ওয়েবসাইটকে জানিয়েছেন। সেখানেই ধোনির সঙ্গে প্রথম দেখা করতে গিয়ে কীভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল সে কথা বলেছেন এই অভিনেত্রী।
4/10
সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ''২০১৪ সালের ঘটনা। আইপিএলে আমন্ত্রিত হয়েছিলাম আমি। তখন আমার নাদান পরিন্দে ডেইলি সোপটি দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছিল। তাই আমাকে আইপিএলে আমন্ত্রিত করা হয়েছিল। মহেন্দ্র সিংহ ধোনিকে সম্মানিত করার জন্য আমন্ত্রিত হয়েছিলাম।''
5/10
রাঁচিতে সেই অ্য়াওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গুলকি। অ্য়াওয়ার্ড শো ভাল চললেও সেখান থেকে বেরনোর সময়ের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন গুলকি।
6/10
ধোনিকে অ্য়াওয়ার্ড দিয়ে বেরনোর সময় সেখানকার জনতা নাকি ছেঁকে ধরেছিলেন গুলকিকে। এমনকী তিনি অত্যন্ত ভীত হয়ে গিয়েছিলেন। প্রবল ধাক্কাধাক্কি সইতে হয়েছিল ৩৪ বছরের অভিনেত্রীকে। যা শারীরিক হেনস্থার সমান বলেই মনে করেন এই অভিনেত্রী।
7/10
এম এস ধোনির সঙ্গে দেখা করার অভিজ্ঞতাও জানিয়েছেন গুলকি। বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ককে একজন সহজ, সরল মানুষ হিসেবেই বর্ণনা করেছেন এই টেলি অভিনেত্রী।
8/10
গুলকি আরও বলেন, ''টানা খেলার ফলে ক্লান্ত হয়ে গিয়েছিলেন ধোনি। তবুও তিনি বাড়ি ফিরে বিশ্রাম না নিয়ে সব ভক্ত, সমর্থকদের সঙ্গে দেখা করেছিলেন। সেলফি ও অটোগ্রাফের আব্দার মিটিয়েছিলেন। আমার সঙ্গেও অত্যন্ত নম্র, মিষ্টিভাবে কথা বলেছিলেন।''
9/10
এই ঘটনার পর ১০ বছর কেটে গিয়েছে। এখনও ধোনির ব্যক্তিত্ব তাঁকে আকর্ষণ করে বলে জানিয়েছেন গুলকি। প্রাক্তন ভারত অধিনায়ককে 'জেন্টালম্য়ান' বলে সম্বোধন করেছেন গুলকি।
10/10
ধোনি এই মুহূর্তে ৪৪ ছুঁইছুই। চলতি আইপিএলে রুতুরাজ গায়কোয়াড চোট পেয়ে ছিটকে যাওয়ায় তিনিই সিএসকের নেতৃত্বভার সামলাচ্ছেন। তবে দলও প্লে অফের দৌড় থেকে বেরিয়ে গেছে বলাই যায়।
Published at : 28 Apr 2025 12:21 PM (IST)