Jaya Ahsan: লকডাউনে শখের বাগানেই সময় কাটছে জয়ার
করোনা পরিস্থিতিতে লকডাউন চলছে বাংলাদেশ জুড়ে। আর নিজের বাড়িতেই ঘরবন্দি রয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সবুজ ঘেরা সখের বারন্দা থেকে শেয়ার করলেন ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহালকা গোলাপি রঙের শাড়ি পরে বারন্দায় দাঁড়িয়ে রোদ মাখছেন জয়া। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবিও। ক্যাপশানে লিখলেন, 'মিস মি?'
কখনও বাড়ির বাগান, কখনও সদ্য তোলা ফসল আবার কখনও একরাশ শাপলা, লকডাউনে প্রকৃতির মধ্যেই যেন শান্তি খুঁজে পেয়েছেন জয়া।
বাগান করার শখ রয়েছে তাঁর। গত লকডাউনেও বাংলাদেশে ছিলেন তিনি। সেইসময় একাধিক বাগাছেন ছবি শেয়ার করেছিলেন তিনি।
সম্প্রতি একরাশ শালুক ফুল হাতে নিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। হালকা মেক আপে সেই ছবিতে জয়া যেন পাশের বাড়ির মেয়ে।
জয়া আহসান দুই বাংলারই নায়িকা। বাংলাদেশের মেয়ে জয়া টলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন ইতিমধ্যেই। অন্যদিকে বাংলাদেশেও কাজ করছেন চুটিয়ে।
নববর্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে গিয়ে জয়া তুলে ধরেছিলেন করোনা পরিস্থিতির কথা। ভার্চুয়াল সেই শুভেচ্ছাবার্তায় জয়া সাবধানবাণীও দিয়েছিলেন।
জয়ার এই ছবিতে নেটিজেনদের প্রশংসা উপচে পড়ছে। একেবারে সনাতনী সাজে জয়াকে দেখে মুগ্ধ সবাই।
ছবি সৌজন্যে: জয়া আহসানের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -