Jaya Ahsan: লকডাউনে শখের বাগানেই সময় কাটছে জয়ার

জয়া আহসান

1/9
করোনা পরিস্থিতিতে লকডাউন চলছে বাংলাদেশ জুড়ে। আর নিজের বাড়িতেই ঘরবন্দি রয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সবুজ ঘেরা সখের বারন্দা থেকে শেয়ার করলেন ছবি।
2/9
হালকা গোলাপি রঙের শাড়ি পরে বারন্দায় দাঁড়িয়ে রোদ মাখছেন জয়া। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবিও। ক্যাপশানে লিখলেন, 'মিস মি?'
3/9
কখনও বাড়ির বাগান, কখনও সদ্য তোলা ফসল আবার কখনও একরাশ শাপলা, লকডাউনে প্রকৃতির মধ্যেই যেন শান্তি খুঁজে পেয়েছেন জয়া।
4/9
বাগান করার শখ রয়েছে তাঁর। গত লকডাউনেও বাংলাদেশে ছিলেন তিনি। সেইসময় একাধিক বাগাছেন ছবি শেয়ার করেছিলেন তিনি।
5/9
সম্প্রতি একরাশ শালুক ফুল হাতে নিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। হালকা মেক আপে সেই ছবিতে জয়া যেন পাশের বাড়ির মেয়ে।
6/9
জয়া আহসান দুই বাংলারই নায়িকা। বাংলাদেশের মেয়ে জয়া টলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন ইতিমধ্যেই। অন্যদিকে বাংলাদেশেও কাজ করছেন চুটিয়ে।
7/9
নববর্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে গিয়ে জয়া তুলে ধরেছিলেন করোনা পরিস্থিতির কথা। ভার্চুয়াল সেই শুভেচ্ছাবার্তায় জয়া সাবধানবাণীও দিয়েছিলেন।
8/9
জয়ার এই ছবিতে নেটিজেনদের প্রশংসা উপচে পড়ছে। একেবারে সনাতনী সাজে জয়াকে দেখে মুগ্ধ সবাই।
9/9
ছবি সৌজন্যে: জয়া আহসানের ইনস্টাগ্রাম
Sponsored Links by Taboola