Kiara Advani: ছবির প্রচারে ক্যামেরাবন্দি 'গোবিন্দা'র প্রেমিকা কিয়ারা
Kiara Advani Pictures: কমেডি ঘরানার ছবি গোবিন্দা নাম মেরায় মূল ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশল, কিয়ারা আডবাণী ও ভূমি পেডনেকরকে। নাম চরিত্রে ভিকি। তাঁর প্রেমিকা কিয়ারা ও স্ত্রী ভূমি।
কিয়ারা আডবাণী
1/10
বলিউডের এই মুহূর্তে জনপ্রিয় নায়িকাদের তালিকায় বেশ ওপরের দিকেই নাম থাকে কিয়ারা আডবাণীর।
2/10
২০২১ সালে 'শেরশাহ' মুক্তির পর থেকে একের পর এক হিট।
3/10
২০২২ সালে ইতিমধ্যেই দুটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। 'ভুল ভুলাইয়া ২' ও 'যুগ যুগ জিও'।
4/10
বক্স অফিসে 'ভুল ভুলাইয়া ২' দুর্ধর্ষ ব্যবসা করেছে। বাণিজ্যিক সাফল্য লাভ করেছে 'যুগ যুগ জিও'ও।
5/10
এবার মুক্তির অপেক্ষায় 'গোবিন্দা নাম মেরা'। ১৬ তারিখ ছবির মুক্তি।
6/10
তার আগে জোর কদমে চলছে ছবির প্রচার। সেখানেই ফের ক্যামেরাবন্দি হলেন কিয়ারা আডবাণী।
7/10
এই ছবিতে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশল ও কিয়ারা আডবাণী।
8/10
ছবিতে ভিকির প্রেমিকার চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। রয়েছেন ভূমি পেডনেকরও।
9/10
অন্যদিকে পেশাগত জীবনের সঙ্গে একইভাবে শিরোনামে কিয়ারার ব্যক্তিগত জীবনও।
10/10
তাঁর সঙ্গে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর সম্পর্কের কথা সকলেরই জানা। শোনা যাচ্ছে শীঘ্রই বিয়েও সারবেন এই জুটি।
Published at : 14 Dec 2022 05:53 PM (IST)