Kiara on Relationship: 'একসময় ভাবা হত, অভিনেত্রীরা বিয়ে করলেই কেরিয়ার শেষ! কিন্তু এখন...', সম্পর্ক নিয়ে অকপট কিয়ারা

Siddharth-Kiara: সিদ্ধার্থ আমার কাছে...., প্রেমে পড়ার কারণ খোলসা করলেন কিয়ারা

'সিদ্ধার্থ আমার কাছে....', প্রেমে পড়ার কারণ খোলসা করলেন কিয়ারা

1/10
তাঁদের প্রেম যেন রূপকথার। রুপোলি পর্দার গল্পর থেকে প্রেমের শুরু, শুরু কাছে আসার। আর তারপরে, রাজস্থানের রাজকীয় বিয়ের আসরে শুরু করা জীবনের নতুন অধ্যায়.. সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) আর কিয়ারা আডবাণী (Kiara Advani)-র প্রেমের গল্প যেন এখনও নতুন অনুরাগীদের কাছে।
2/10
বিয়ের আগে কখনোই নিজেদের প্রেম, সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি তাঁরা। তবে বিয়ের পরে বারে বারেই কিয়ারা বলেছেন তাঁর বিবাহিত জীবনের কথা।
3/10
একাধিক টক শো-তে কিয়ারা অকপটে স্বীকার করে নিয়েছেন, বিয়ে করে তিনি কত সুখী। তবে কীভাবে হয়েছিল সেই রূপকথার প্রেমের শুরু? কেন সিদ্ধার্থকেই মন দিয়েছিলেন কিয়ারা? এবিপি নেটওয়ার্ক (ABP Network) আয়োজিত 'আইডিয়াজ় অফ ইন্ডিয়া' (Ideas of India)-তে এসে কিয়ারা অকপটে স্বীকার করে নিলেন.. কেমন করে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প
4/10
'আইডিয়াজ় অফ ইন্ডিয়া' -তে এসে, চেতন ভগতের (Chetan Bhagan) প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ঠিক এমন কোনও দিন বা ক্ষণ নেই, যখন আমার মনে হয়েছিল সিদ্ধার্থকে ভালবেসে ফেলেছি। আসলে ওর সম্পর্কে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে। সিদ্ধার্থ আমার কাছে বাড়ির মতো। ঠিক বাড়িতে থাকলে যেমন শান্তি, ভাললাগা, আরাম কাজ করে.. সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক যেন আমার কাছে তাই। '
5/10
কিয়ারা বলছেন, 'আসলে আমি এমন একটা বাড়ি থেকে এসেছি, যেখানে একে অপরকে সবাই ভালবাসে, সবার খেয়াল রাখে। সিদ্ধার্থ আমার কাছে তেমনই। সিদ্ধার্থের সঙ্গে এমনই অনুভূতি হয়েছিল আমার।'
6/10
কিয়ারা বলছেন, 'আমি ভীষণভাবে ব্যালেন্স করতে পারি ব্যক্তিগত জীবন আর কেরিয়ার। আমি বিয়ের আগে কখনও ভাবিনি, কী করে সামলাব সবটা। মনে হয়েছিল, ঠিক পারব আর নিজের জন্য একটা উদাহরণ তৈরি করব।'
7/10
এদিন নায়িকাদের বিয়ে নিয়েও মুখ খোলেন কিয়ারা। বলেন, 'একটা সময় মনে করা হত, নায়িকাদের বিয়ে হয়ে যাওয়া মানেই তাদের কেরিয়ার শেষ। এখন সেই ধারণা বদলেছে।
8/10
কিয়ারা বলছেন, ' এখন প্রথম সারির যে সমস্ত অভিনেত্রীরা রয়েছেন, প্রায় প্রত্যেকেই বিবাহিত। নিজের সন্তান রয়েছে, সংসার রয়েছে। তাঁরা সবটাই সামলে চলছেন।'
9/10
কিয়ারা বলছেন, ' যখন আমি বিয়ে করছি, তখন কানাঘুষোয় শুনেছিলাম অনেকে বলাবলি করছে, আমি একেবারে কেরিয়ারের পিকেই বিয়ে করে নিচ্ছি, এরপরে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। '
10/10
কিয়ারা বলছেন, 'কিন্তু তা নয়। তা হয়নি। বিয়ের পরে আমি আমার কেরিয়ারের অন্যতম বড় দুটো ছবি সাক্ষর করেছি। বলিউডে বিয়ে নিয়ে ধারণা বদলেছে।'
Sponsored Links by Taboola