বিয়ের পর প্রথম দিন কেমন কাটছে পূজার? শেয়ার করলেন ছবি
কাগুজে বিয়ের পর অগ্নি সাক্ষী রেখে সাতপাক। বিবাহবন্ধনে বাঁধা পড়লেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুমাল ভার্মা। গোটা বিয়েতে তাঁদের সঙ্গে রইল একরত্তি কৃশিব। এক বছর আগে ছেলের জন্যই আইনি বিয়ে সারেন তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফের একবার নববিবাহিত তাঁরা। হালকা গোলাপি পোশাকে সাজলেন, ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এ সাজ তাঁদের বিয়ের নয়, বিবাহ পরবর্তী হালকা সাজের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। লিখলেন, 'আবার নতুনভাবে আমরা বিবাহিত, কুণাল ভার্মা, তুমি আমার পতিদেব।'
এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন কুণাল। লেখেন, 'তুমি আমার রানি হয়ে গেলে।'
বিয়ের পরেরদিন সকালের ছবি। সিঁথি ভরা সিঁদুর, লাল টিপ ও হালকা গোলাপি শাড়িতে সেজেছেন পূজা। খোলা চুলে আকর্ষণীয় দেখাচ্ছে তাঁকে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন পূজা নিজেই।
বিয়ের রীতি রেওয়াজ সারা। আয়েশ করে খোলা আকাশের নিচে বসে সরবতে চুমুক দিচ্ছেন পূজা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে তিনি লিখলেন, 'বিয়ের পরের দিন সবকিছু নতুন বলে মনে হচ্ছে'
সোমবার সাত পাকে বাঁধা পড়েছেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা (Kunal Varma)। লকডাউনের আগেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন পূজা ও কুণাল। একরত্তি ছেলেও রয়েছে তাঁদের, নাম কৃশিব (Krishiv)।
বিয়ের আগের দিন অর্থাৎ রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পূজা। সেখানে দেখা যাচ্ছে, পূজার হাতে শোভা পাচ্ছে বিয়ের মেহেন্দি। আর তাঁর পাশে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন কুণাল। পূজার মুখে দুষ্টুমির হাসি। ক্যাপশানে পূজা লিখেছেন, 'শেষমেশ মুঝস্ শাদি করোগি গাইতেই হল কুণাল ভার্মাকে।'
আজ সোশ্যাল মিডিয়ায় পূজা যে ছবিটি শেয়ার করেন, সেখানে দেখা গেল না তাঁর বিয়ের সাজ। তবে ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল লাল বেনারসি আর কাজললতা ধরা পূজার একটি হাত।
আগেই জানিয়েছিলেন, বিয়েতে লাল বেনারসি পরবেন পূজা, মণ্ডপে আসবেন পালকি করে। তাঁর অতিথি বন্ধুদের স্টেটাদে দেখা মিলল সমুদ্র তীরে সাজানো মণ্ডপ ও তাঁর পালকির। তবে পূজার লাল বেনারসি সাজ দেখার জন্য এখনও অপেক্ষাই করতে হচ্ছে অনুরাগীদের।
বিয়েতে অতিথি অভ্যাগতদের পূজা বলে দিয়েছিলেন, সবাইকে সাজতে হবে বাঙালি পোশাকে। সেই মতোই সবাই সেজেছিলেন শাড়ি-ধুতিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -