Aditya Roy Kapur Birthday: অভিনয়ে আসার আগে কী করতেন আদিত্য রয় কপূর?

আদিত্য রয় কপূর - ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

1/10
আজ জন্মদিন 'আশিকি টু' অভিনেতা আদিত্য রয় কপূরের। জন্মদিনে জেনে নেওয়া যাক অভিনেতার সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
'আশিকি টু' ছবি দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছে গেলেও এটি তাঁর কেরিয়ারের প্রথম ছবি নয় একেবারেই।
3/10
বরং, আদিত্য রয় কপূরের কেরিয়ার শুরু হয়েছিল সলমন খান, অজয় দেবগন, আসিন অভিনীত 'লন্ডন ড্রিমস' ছবি দিয়ে।
4/10
শোনা যায় আদিত্য রয় কপূর নাকি অভিনেতা হতেই চাননি। তিনি বরং ক্রিকেটার হতে চেয়েছিলেন।
5/10
প্রথমদিকে একেবারেই ভালো করে হিন্দি বলতে পারতেন না অভিনেতা। হিন্দি উচ্চারণ সঠিক করার জন্য নাকি ক্লাসেও ভর্তি হয়েছিলেন।
6/10
অভিনয়ে আসার আগে একটি জনপ্রিয় চ্যানেলের ভিজে (ভিডিও জকি) ছিলেন আদিত্য রয় কপূর। সেই সময়ে তাঁর সঞ্চালনা খুবই প্রশংসিত হয়েছিল দর্শকদের কাছে।
7/10
'আশিকি টু' ছবিতে অভিনয় করার আগে নিজেও গিটার বাজাতে শিখেছিলেন।
8/10
'আশিকি টু' ছবির পর থেকে শ্রদ্ধা কপূরের সঙ্গে তাঁর সম্পর্কে গুঞ্জন শোনা যায়।
9/10
'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়। এবং ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীতও হয়েছিলেন তিনি।
10/10
'অ্যাকশন রিপ্লে' এবং 'গুজারিশ' ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন আদিত্য রয় কপূর।
Sponsored Links by Taboola