Rakul Preet Singh: আইফা অ্য়াওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সাদা পোশাকে ফ্রেমবন্দি অভিনেত্রী রকুল প্রীত সিং
এই ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় তাঁর অনুরাগীদের মধ্য়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা পোশাকের সঙ্গে ছিল ঝোলা কানের দুল।
এদিন অভিনেত্রীর মেকআপও ছিল যথাযথ।
কিছুদিন আগেই ১ বছর পূর্ণ করেছে রকুল প্রীত সিং-এর ছবি 'রানওয়ে ৩৪'।
একবছর আগের শ্য়ুটিং ফ্লোরের স্মৃতি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ারও করেছিলেন রকুল প্রীত সিং।
অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী।
প্রথম দিনেই ১১.২০ কোটি টাকার ব্যবসা করেছিল অজয় দেবগণ পরিচালিত এই ছবি।
আইফা অ্য়াওয়ার্ড অনুষ্ঠানের প্রথম দিনে কালো পোশাকে নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী।
উল্লেখ্য়, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাকুল অভিনীত ছবি 'ছত্রিওয়ালি'। যেখানে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালে কন্নড় ছবি 'গিল্লি'র হাত ধরে অভিনয় জগতে পা রাখেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -