IPL 2023: আজ আইপিএলের ফাইনালে নজর থাকবে এই পাঁচ তারকার দিকে
তালিকায় শুরুতেই থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজের আইপিএল কেরিয়ারের আড়াইশোতম ম্যাচ খেলতে নামবেন ক্যাপ্টেন কুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফিনিশার হিসেবে তিনি যে এখনও শেষ হয়ে যাননি, তার নিদর্শন চলতি আইপিএলেও রেখেছেন মহেন্দ্র সিংহ ধোনি। লোয়ার অর্ডারে নেমে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো এখনও ধোনির জুড়ি মেলা ভার।
তিনটি সেঞ্চুরি ঝুলিতে পুরে নিয়েছেন। কিন্তু এখনও রানের খিদে শেষ হয়নি শুভমন গিলের। মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এদিনও কি জ্বলে উঠবে শুভমনের ব্যাট?
২৩ বছরের তরুণ ব্যাটার ১৬ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৮৫১ রান ঝুলিতে পুরেছেন। সর্বোচ্চ ১২৯।
চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড থাকবেন তালিকায়।
এখনও পর্যন্ত সিএসকের ওপেনার চলতি আইপিএলে ১৫ ম্যাচ খেলে ৫৬৪ রান করেছেন। চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি।
চেন্নাই সুপার কিংসের ব্যাটারদের বিপদে ফেলতে পারেন রশিদ খান। গুজরাত টাইটান্সের এই অভিজ্ঞ লেগি পার্পল ক্যাপের দৌড়েও রয়েছেন এই আফগান স্পিনার।
এখনও পর্যন্ত রশিদের ঝুলিতে ২৭ উইকেট রয়েছে। ইকনমি রেটও ঈর্ষণীয় ৭.৯৩।
গুজরাত টাইটান্সের পেসার মহম্মদ শামি রয়েছেন তালিকায়। তিনিই এই মুহূর্তে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন।
এখনও পর্যন্ত ২৮ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। আজ সংখ্যাটা বাড়িয়ে পার্পল ক্যাপ নিজের ঝুলিতে পাকাপাকি এই মরসুমের জন্য করতে চাইবেন শামি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -