Shehnaaz Gill Turban Look: প্রকাশ্য়ে শেহনাজ গিলের নতুন লুক, তোলপাড় নেটদুনিয়া
ছবি সৌজন্য়: ABP NEWS
1/7
বিগ বস খ্য়াত শেহনাজ গিল কে মনে আছে? আবারও শেহনাজ উঠে এলেন খবরের শিরোনামে।
2/7
শেহনাজের নতুন লুক বেশ ভাইরাল হয়েছে ইতিমধ্য়েই।
3/7
শেহনাজের পাগড়ি লুক সাড়া ফেলেছে তার ভক্তচদের মধ্য়ে।
4/7
বিটাউন সূত্রের খবর, খুব শীঘ্রই শেহনাজকে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।
5/7
প্রসঙ্গত অভিনেত্রী হওয়ার পাশাপাশি শেহনাজ একজন গায়িকাও।
6/7
লুক নিয়েও বিভিন্ন সময়ে নানান এক্সপেরিমেন্ট করে থাকেন এই তারকা।
7/7
'বিগ বস'-এ অংশগ্রহণের পরই খ্য়াতির শীর্ষে পৌঁছেছেন শেহনাজ।
Published at : 09 Apr 2021 05:42 PM (IST)