Sridevi Birth Anniversary: নীল শিফন শাড়িতে শ্রীলেখা, জন্মদিনে মনে করালেন শ্রীদেবীকে
নীল শিফন শাড়িতে শ্রীলেখা, জন্মদিনে মনে করালেন শ্রীদেবীকে
1/10
আজ বলিউডের প্রথম 'মহিলা সুপারস্টার' শ্রীদেবীর জন্মদিন। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে নায়িকাকে নিয়ে আবেগপ্রবন অনুরাগীরা। কিন্তু কেবল সাধারণ মানুষ নয়, টলিউডের এক নায়িকাও শ্রীদেবীর অনুরাগী। তিনি শ্রীলেখা মিত্র।
2/10
প্রিয় নায়িকার জন্মদিনে শ্রীদেবীর মতই সাজলেন শ্রীলেখা। আকাশি শাড়িতে শ্রীদেবীর বিখ্যাত বৃষ্টিভেজার দৃশ্য মনে করালেন শ্রীলেখা।
3/10
শুধু কি তাই, শ্রীদেবীর শেষের দিককার ছবি 'ইংলিশ ভিংলিশ'-এর লুক রিক্রিয়েট করলেন শ্রীলেখা। ওই ছবিরই গান 'নবরাই মাজি'-তে অনেকটা এই লুকেই নাচ করেছিলেন শ্রীদেবী।
4/10
লাল শাড়িতে এদিন একটি ফটোশ্যুটও সারের শ্রীলেখা। শেয়ার করলেন সেই ঝলকও। (ছবি সৌজন্যে: মি অ্যান্ড মুনি ফাইন্ড ইওরসেলফ)
5/10
নিজের একগুচ্ছ ছবির সঙ্গে সঙ্গে প্রিয় অভিনেত্রীর ছবিও শেয়ার করেছেন শ্রীলেখা। সেখানে তিনি লিখেছেন, 'প্রথম মহিলা সুপারস্টারকে' শ্রদ্ধা জানানোর জন্যই তাঁর এই উদ্যোগ।
6/10
কেবল ছবি নয়, লাল শাড়িতে ভিডিও শ্যুটের একটি ছোট্ট ঝলকও শেয়ার করেছেন শ্রীলেখা। সেখানে গানের সঙ্গে তাল মেলাতে দেখা গেল অভিনেত্রীকে। (ছবি সৌজন্যে: মি অ্যান্ড মুনি ফাইন্ড ইওরসেলফ)
7/10
এর আগে, মধুবালার লুকেও ধরা দিয়েছিলেন শ্রীলেখা। অনুরাগীদের পছন্দ হয়েছিল সেই সব ছবিও। (ছবি সৌজন্যে: মি অ্যান্ড মুনি ফাইন্ড ইওরসেলফ)
8/10
আপাতত নিজের পরিচালিত একাধিক ছবি নিয়ে ব্যস্ত শ্রীলেখা। কিছু ছবি তৈরীর কাজ সম্পূর্ণ হলেও, এখনও বাকি কিছু কাজ।
9/10
সম্প্রতি নির্ভয়া-র ডাবিং শেষ করেছেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ছবিও।
10/10
নতুন ছবি 'ন্যায়'-এর কাজেও হাত দিয়েছেন শ্রীলেখা। চলছে শ্যুটিংও। ছবি সৌজন্যে - শ্রীলেখা মিত্রর ফেসবুক
Published at : 13 Aug 2021 01:05 PM (IST)