Aditi Rao Hydari: 'হীরামাণ্ডি'র নাচের দৃশ্যে ভাইরাল অদিতি রাও হায়দরির 'গজগামিনী' চলন! এর মানে কী?
মুক্তির পর থেকেই চর্চায় সঞ্জয় লীলা ভনশালী পরিচালিত 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার'। এবার ভাইরাল অদিতি রাও হায়দারির 'গজগামিনী' হাঁটার ধরন। ছবি: ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়া উপচে পড়ছে 'হীরামাণ্ডি'র একটি গানের বিশেষ একটি দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে নৃত্য প্রদর্শন করছেন অদিতি, ওরফে পর্দার বিব্বোজান। ছবি: ইনস্টাগ্রাম
অনুরাগীরা প্রশংসায় ভরিয়েছেন এই নাচের স্টেপকে, বিশেষত যে নৈপুণ্যের সঙ্গে অদিতি তা ফুটিয়ে তুলেছে, তাও প্রশংসনীয়। কিন্তু এই 'গজগামিনী' হাঁটার ধরন আসলে কী? ছবি: ইনস্টাগ্রাম
'গজগামিনী' বা যা আধুনিক সময়ে রাজহংসের মতো চলন বা swan walk নামেও খ্যাতি লাভ করেছে। মূলত গজ অর্থাৎ হাতির মতো নির্দিষ্ট ছন্দে গমনকে বলে 'গজগামিনী'। ছবি: ইনস্টাগ্রাম
কামসূত্র অনুসারে, হাতিকে 'অসংযত যৌন শক্তি'র চিহ্ন হিসেবে মনে করা হত। এটা মনে করা হয় যে হস্তিনীরা সবচেয়ে বেশি কামাতুর নারী। ছবি: ইনস্টাগ্রাম
এই 'গজগামিনী'র উল্লেখ মহাভারতেও মেলে। এমন হাঁটার ধরন, যা অত্যন্ত লাস্যময় ও সুন্দরও বটে। ছবি: ইনস্টাগ্রাম
এই হাঁটার ধরন এর আগেও একাধিক অভিনেত্রীরা পর্দায় ফুটিয়ে তুলেছেন। তাঁদের মধ্যে অন্যতম বলিউডের 'ডান্সিং ডিভা' মাধুরী দীক্ষিত। ছবি: ইনস্টাগ্রাম
আরও আগে 'মুঘল-এ-আজম' ছবিতে মধুবালাকেও এই 'গজগামিনী' স্টেপ করতে দেখা গিয়েছে যে দৃশ্য ফের ভাইরাল হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম
আবারও সঞ্জয় লীলা ভনশালী ও অদিতি রাও হায়দারির হাত ধরে আধুনিক যুগে ফিরে এল 'গজগামিনী'র চর্চা। সোশ্যাল মিডিয়ায় যা ভূয়সী প্রশংসিত। ছবি: ইনস্টাগ্রাম
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই স্টেপটি নিখুঁত ফুটিয়ে তোলার নেপথ্যে কৃতীত্ব দেন পরিচালককেই। উল্লেখ করেন কোরিওগ্রাফার ক্রুতি মহেশের কথাও। ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -