Aditya Roy Kapur Birthday: প্রেমিকার নাক হওয়া চাই নিখুঁত! আদিত্যর জন্য রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙেন ধর্মেন্দ্র-কন্যা!
একেবারে রুপোর চামচ মুখে নিয়ে জন্ম। পরিবারের সকলেই যুক্ত বলিউডের সঙ্গে। এক দাদা নামী প্রযোজক। অন্য দাদা অভিনেতা হিসেবে প্রশংসিত। বৌদি বিদ্যা বালান আবার সেরা অভিনেত্রীদের মধ্যে একজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমন পরিবারের ছেলে আদিত্য রায় কপূরও অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। অভিনয় ক্ষমতা, পর্দায় উপস্থিতি নিয়ে বেশ আশাও জাগিয়েছিলেন শুরুতে। কিন্তু সেই অর্থে সাফল্য পাননি তিনি।
আদিত্যর মা সালোমে রায় কপূর প্রাক্তন মিস ইন্ডিয়া। দাদু রঘুপত রায় কপূর ছিলেন প্রযোজক। ছোটবেলায় ক্রিকেটার হতে চাইতেন আদিত্য।
কেরিয়ারের শুরুতে ভিডিও জকি হিসেবেও জনপ্রিয়তা পান আদিত্য। ছোট চরিত্রে প্রথম বার দেখা যায় ‘লন্ডন ড্রিমস’ ছবিতে।
ভিডিও জকি হিসেবে কাজ করার সময় রিয়া চক্রবর্তীর সঙ্গে আদিত্য সম্পর্কে জড়ান বলে শোনা যায়। যদিও রিয়া বা আদিত্য কেউই সেই খবরে সিলমোহর দেননি।
হেমা মালিনী ও ধর্মেন্দ্রর মেয়ে অহনা দেওলের সঙ্গেও সম্পর্ক ছিল আদিত্যর। শোনা যায়, আদিত্যর সঙ্গে পরিচয়ের আগে রণবীর সিংহের সঙ্গে সম্পর্ক ছিল অহনার। কিন্তু আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে রণবীরের সঙ্গে সম্পর্কে ইতি টানেন তিনি।
এ ছাড়াও ‘আশিকি ২’ ছবিতে অভিনয়ের সময় শ্রদ্ধা কপূর এবং পরবর্তী কালে ক্যাটরিনা কাইফের সঙ্গেও আদিত্যর নাম জড়ায়। এই মুহূর্তে অনন্যা পান্ডের সঙ্গে তাঁকে ঘিরে গুঞ্জন শোনা যাচ্ছে।
প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রে খুঁতখুঁতে আদিত্য। এক সাক্ষাৎকারে জানান, কোনও মেয়েকে ভাল লাগলে আগে তাঁর নাক দেখেন। মুখের সঙ্গে নাক মানান সই না হলে, সেই মেয়েকে পছন্দ হয় না তাঁর।
বাণিজ্যিক ছবির নায়ক হলেও, আদিত্যর পছন্দের পরিচালক হলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, বিক্রমাদিত্য মোটওয়ানে, বিশাল ভরদ্বাজ।
খেতে ভালবাসেন আদিত্য। বিরিয়ানি, রাজমা চাওয়াল, শিক কাবাব, কোর্মা বোটি খেতে ভালবাসেন। এ ছাড়াও স্ট্রিট ফুড তাঁর বরাবরের পছন্দ। তবে শরীর ধরে রাখতে এখন বেশি খাওয়া চলে না তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -