Kalighat Agitation : পথে হাউহাউ করে কান্না, চিৎকার, চাকরির দাবিতে এবার কালীঘাটে উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা
উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে ধুন্ধুমার কালীঘাটে। আজ সকালে চাকরিপ্রার্থীরা আচমকা এসে মেট্রো স্টেশনের মুখে এসে বসে পড়েন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁদের একটাই দাবি , চাকরি চাই ! নিয়োগের দাবিতে অনড় এরাও। আগে থেকে এই আন্দোলনের ব্যাপারে জানত না পুলিশ।
ালীঘাটে মেট্রো স্টেশনের কাছে বসে পড়লে পুলিশের টিম চলে আসে। আন্দোলনকারীদের দাবি ৮ বছর আগে পরীক্ষা দিয়েছেন। কিন্তু আজও চাকরি মেলেনি। এই চাকরি দিতে হবে।
শুরু হয়ে যায় ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে পুলিশ কর্মীরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে চেষ্টা করেন।
সেই সময় আন্দোলনকারীরা রাস্তায় কার্যত শুয়ে পড়েন। জোর করে পুলিশ কর্মীরা কয়েকজন আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে তোলেন।
পুলিশ যেহেতু প্রস্তুত ছিল না ত। তাই আন্দোলনকারীদের অনেককে বেসরকারি বাস ও হলুদ ট্যাক্সিতেও তুলে দেওয়া হয়।
বাসে উঠতে চাইছিলেন না আন্দোলনকারীরা। জোর খাটিয়েই একপ্রকার তুলে দেওয়া হয় তাঁদের।
রাস্তায় বলে মেয়েরা স্লোগান দিয়ে থাকেন, হয় নিয়োগ দাও, নয় জীবন নাও। কাউকে কাউকে জোর করেও তোলা যাচ্ছিল না।
কালীঘাটের মতো ব্যস্ত রাস্তা কার্যত থমকে যায়। একদল বিক্ষোভ কারীকে সরাতে না সরাতেই ছোট ছটো দলে আরও বিক্ষোভকারী আসতে শুরু করে।
তাঁদেরও ফের পুলিশ কর্মীরা প্রথমে শান্তিপূর্ণ ভাবে বুঝিয়ে উঠে যেতে বলেন। কিন্তু তাঁরা না উঠলে, ফের জোর করেই তুলে দেওয়া হয় আন্দোলন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -