Adnan Sami: বলিউড ছাড়লেন আদনান সামি?
বলিউড গায়ক আদনান সামির (Adnan Sami) ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে আচমকা সরল সমস্ত পোস্ট। শেষ পোস্টে লেখা 'আলবিদা' (Alvida)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বাভাবিকভাবেই গায়কের এমন পোস্ট (Adnan Sami Instagram) দেখে উগ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। কিন্তু কী কারণে সমস্ত পোস্ট মুছে ফেলেছেন আদনান সামি।
কেনই বা শেষে একটি মোশন পোস্টার রয়েছে, যাতে লেখা 'আলবিদা', সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে, নতুন কিছু আসার অপেক্ষা করছেন অনুরাগীরা।
বহু ছবিতে গান গেয়ে বলিউডের জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম আদনান সামি। তিনি এদেশের নাগরিকত্বও পেয়েছেন। তাঁর এদেশে আসার কাহিনিও অনেকটা সিনেমার মতো।
কিন্তু কী এমন হল, যার জন্য ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে সমস্ত পোস্ট মুছে ফেললেন আদনান সামি? গায়কের ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে দেখা যাচ্ছে, সেখানে একটি পোস্ট ছাড়া আর কোনও পোস্ট নেই।
সমস্ত পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। সেখানে একটিই পোস্ট রয়েছে। যেটি একটি মোশন পোস্টারের মতো। তাতে লেখা রয়েছে 'আলবিদা'।
আদনান সামির সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে যাওয়ার পরই নেট দুনিয়ায় অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে। তাঁরা কমেন্টে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন।
কেউ বলছেন, তাহলে কি সোশ্যাল মিডিয়া ছাড়লেন তিনি? আবার কেউ বলছেন, আদনান সামি কি ইন্ডাস্ট্রি ছাড়লেন? সঠিক কারণটা এখনও পর্যন্ত জানা যায়নি।
সদ্য়ই নেট দুনিয়ায় ভাইরাল হয় আদনান সামির মলদ্বীপ ভ্রমণের বেশ কিছু ছবি। যেখানে তাঁকে পরিবারের সঙ্গে সমুদ্র উপভোগ করতে দেখা যাচ্ছে। আদনান সামির সাম্প্রতিক ছবি দেখে চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। মেদ ঝরিয়ে তিনি একেবারে রোগা হয়ে গিয়েছেন।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, প্রায় ১৫৫ কেজি ওজন কমিয়ে ফেলেছেন তিনি। তাঁর শেষ পোস্ট, যেখানে লেখা 'আলবিদা', তার নিচেও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। উদ্বেগজনক কমেন্টের পাশাপাশি তাঁরা এমনটাও ভাবছেন যে, তাহলে কি নতুন কিছু শুরু করতে চলেছেন আদনান সামি? আর সে কারণেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন? উত্তর সময় দেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -