Rani Mukerji: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' মুক্তির প্রাক্কালে এক ঝলকে রানির দুর্দান্ত কিছু পারফর্ম্যান্স
মুক্তির অপেক্ষায় রানি মুখোপাধ্যায়ের 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। তার আগে এক ঝলকে অভিনেত্রীর চোখ ধাঁধানো কিছু পারফর্ম্যান্সের তালিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্ল্যাক - এই ছবিতে মূক, বধির ও দৃষ্টিহীন এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন রানি। সঙ্গে অমিতাভ বচ্চন। এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন তিনি।
সাথিয়া - বিবেক ওবেরয়ের বিপরীতে রোম্যান্টিক এই ছবিতে নায়িকা ছিলেন রানি। ভালবেসে, পালিয়ে গিয়ে বিয়ে, তারপর সেই থেকে সমস্যার সৃষ্টি। ছবিতে মন জয় করে এই জুটি।
হাম তুম - এমন এক প্রেম কাহিনি এই ছবি শোনায় আমাদের যেমনটা আমরা বিশ্বাস করতে চাই। এবং অবশ্যই সেই সঙ্গে উপরি পাওনা ছিল কার্টুন চরিত্র, হাম ও তুম।
কুছ কুছ হোতা হ্যায় - এই ছবিতে তুলনামূলক ছোট চরিত্রে দেখা যায় রানিকে। তবে বলিউডে কেরিয়ারের শুরুতেই শাহরুখ-কাজল জুটির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় বেশ প্রশংসিত হয় তাঁর।
নো ওয়ান কিলড জেসিকা - সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন তিনি। এক মডেলের মৃত্যুকাণ্ডের বিচারের জন্য লড়াই করেন তিনি।
লাগা চুনরি মে দাগ - সিনেমাটি খুব একটা সাফল্য লাভ করতে না পারলেও প্রশংসিত হয়েছিল রানির অভিনয়। বাড়ির বড় মেয়ে, যে পরিবারকে আর্থিক সাহায্য করতে যৌনব্যবসার পথ বেছে নেয়।
বান্টি অউর বাবলি - রানি ও অভিষেক বচ্চনের জুটি, যাঁরা জোট বেঁধে ঠগবাজি করত। পরে তাঁরা প্রেমে পড়েন, বিয়ে সারেন।
যুবা - মণি রত্নমের এই ছবিতে দেখা গিয়েছিল তিন জুটিকে। হাওড়া ব্রিজে ঘটা এক ঘটনা কীভাবে একাধিক দম্পতির জীবন বদলে দেয়।
চলতে চলতে - শাহরুখ-রানি জুটির প্রেমের ছবি। প্রেম-বিয়ে-সম্পর্ক-আর্থিক টানাপোড়েন সবকিছু নিয়েই কথা বলে এই ছবি।
মরদানি - মহিলা পুলিশ অফিসারের চরিত্রে এই ছবিতে নজর কাড়েন রানি। মহিলাদের অধিকারের জন্য লড়াই করতে দেখা যায় তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -