Bollywood: শ্যুটিং ফ্লোরে গুরুতর আহত হয়েছেন, এমন ১০ বলিউড তারকা
আজই বিদেশে শ্যুটিং চলাকালীন আহত হওয়ার খবর আসে শাহরুখ খানের। তবে এই প্রথম নয়। এর আগে ২০১৩ সালে 'চেন্নাই এক্সপ্রেস' ছবির সেটে গুরুতর আহত হন কিং খান। কাঁধে অস্ত্রোপচার হয় তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৮২ সালে 'কুলি' ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অমিতাভ বচ্চন। প্রাণহানির আশঙ্কা ছিল। গোটা দেশ তাঁর দ্রুত আরোগ্যের প্রার্থনা করেছিলেন।
২০১২ সালে 'শ্যুটআউট অ্যাট ওয়াডালা'র সেটে খুব কাছ থেকে আসা শূন্যে ছোড়া গুলি দ্বারা আহত হন জন আব্রাহাম। বলাই বাহুল্য চিকিৎসকদের স্মরণাপন্ন হতে হয় তাঁকে।
'রাউডি রাঠৌর' ছবির প্রি-ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে কাঁধে চোট পান অক্ষয় কুমার।
'আর... রাজকুমার' ছবির সেটে আহত হন শাহিদ কপূর। আগুন জ্বালানোর জন্য ব্যবহৃত এক রাসায়নিক ভুলবশত অভিনেতার গায়ে পড়ে যাওয়ায় শরীরের সেই অংশ তাঁর পুড়ে যায়।
২০০৪ সালের 'খাকি' ছবির সেটে এক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা জিপের ধাক্কায় আহত হন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। বিশ্রাম নিতে বলা হয় তাঁকে এরপর।
'লুটেরা' ছবির শ্যুটিংয়ের সময় ব্যাক ইনজুরি হয় রণবীর সিংহের। কয়েক মাস টানা তাঁকে বিশ্রাম করতে বলা হয়। এরপর 'গুণ্ডে' ছবির শ্যুটিংয়ে উঁচু জায়গা থেকে পড়ে আহত হন তিনি। ক্ষতে একাধিক সেলাই করতে হয়।
'ব্যাং ব্যাং' ছবির শ্যুটিং করতে গিয়ে মস্তিষ্কে চোট পান অভিনেতা হৃত্বিক রোশন। ব্রেন সার্জারি হয় তাঁর এই দুর্ঘটনার পর। ২০১৪ সালে মুক্তি পায় এই ছবি।
২০১১ সালে মুক্তি পায় 'মেরে ব্রাদার কি দুলহন'। এই ছবির শ্যুটিং চলাকালীন বন্দুকের নল দিয়ে নাকে গুরুতর চোট পান অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রচণ্ড রক্তক্ষরণ হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -