Aindrila Birthday: 'তোমায় আমি দেখেছি ভোরে, ঘুমের ঘোরে'.. জন্মদিনে ঐন্দ্রিলা-স্মরণ টলিউডের
আজ ঐন্দ্রিলার জন্মদিন। কিন্তু.. 'এত আনন্দ আয়োজন.. সবই বৃথা তোমায় ছাড়া'। ২৪ বছরের তরতাজা প্রাণ নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় অনেকই জন্মদিনে ঐন্দ্রিলার ভাল থাকা কামনা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার সহ অভিনেতা গৌরব রায় চৌধুরী লিখছেন, 'শুভ জন্মদিন ঐন্দ্রিলা। তুমি সবার মধ্যে না থাকলেও আজীবন সবার মনে রয়ে যাবে। ভাল থেকো যেখানেই থেকো। আর অদ্ভুত আমার মনে হল অবচেতন অবস্থায় তোমায় আমি দেখেছি ভোরে ঘুমের ঘোরে। বিষয়টা একটু অদ্ভুত হলেও সত্যি। ভালো থেকো বন্ধু'
সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলাকে স্মরণ অভিমুন্য মুখোপাধ্যাও। শেয়ার করে নিয়েছেন অভিনেত্রীর সঙ্গে কাজের মুহূর্তের ছবি।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন ঐন্দ্রিলার দিদি। বাড়িতে কেক কাটা থেকে শ্যুটিং সেটে জন্মদিন উদযাপন, সবই ধরা রয়েছে তাঁর ভিডিওতে।
শেষ কয়েকটা জন্মদিন বাড়িতেই কাটাতে হয়েছে অভিনেত্রীকে। কারণ, অসুস্থতা। বাবা-মা, দিদি আর সব্যসাচীর সঙ্গে জন্মদিনে সময় কাটাতেন তিনি।
একটা সময় যখন তিনি ধারাবাহিকে অভিনয় করতেন, তখন অবশ্য শ্যুটিং সেটেও জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী। কেক কেটে সবার সঙ্গে মেতেছেন উচ্ছ্বাসে
গত কয়েকটা বছর ঘরোয়া ভাবেই পালন করতে হত জন্মদিন। বার বার অসুস্থতা, বেলুন নিয়ে বাড়ি সাজিয়েই আয়োজন করা হত দিনটা। উপস্থিত থাকতেন মা-বাবা-দিদি আর সব্যসাচী।
এবছর জন্মদিনে তিনি নেই, রয়েছে শুধু শূন্য। গত ২০ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। আজ তাঁর জন্মদিন।
আজ ফাঁকা পড়ে রয়েছে ঐন্দ্রিলার জায়গা। এখন তাঁর কলকাতার ফ্ল্যাটে থাকছেন অভিনেত্রীর মা শিখা। ক্যানসারে আক্রান্ত তিনিও। চিকিৎসা চলছে তাঁর। অন্যদিকে কাজে ফিরেছেন সব্যসাচীও। একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -