Aindrila Sharma Death: না ফেরার দেশে ঐন্দ্রিলা, থামল জীবনযুদ্ধের এই দীর্ঘ লড়াই
হাসপাতালে শুয়ে লড়াইটা চলছিল। সবাই প্রার্থনা করছিলেন তাঁর জন্য। সবাই চাইছিলেন একটা মিরাকল হোক। কিন্তু এত দীর্ঘ লড়াইয়ের পরও সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজীবনযুদ্ধের লড়াকু অভিনেত্রী বিদায় জানালেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১ নভেম্বর থেকে হাওড়ার এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা।
হাসপাতালে ভর্তি হওয়ার পর একসময় ভেন্টিলেশন থেকে বেরিয়ে এলেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। ফের ভেন্টিলেশনেই দিতে হয় তাঁকে। এর মাঝে আরও ৩ বার ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হয়।
পরিস্থিতি কঠিন হলেও নিজের জীবনীশক্তিতেই বরাবরের মত লড়ে যাচ্ছিলেন ঐন্দ্রিলা। সেই লড়াই থামল এবার। চিরশান্তির দেশে চলে গেলেন ঐন্দ্রিলা। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির পাশাপাশি তাঁর অসংখ্য অনুরাগীর হৃদয় আজ ভারাক্রান্ত
২০১৫ সালে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমো থেরাপি চলে। তবে ক্যান্সারকে হারিয়ে ২০১৬-য় বাড়িতে ফেরেন তিনি। তারপর জীবনের ছন্দে ফিরেছিলেন ধীরে ধীরে। পা রাখেন অভিনয় জীবনেও। তারপর তাঁর প্রতিভার উড়ান নজর কাড়ে সব্বার। কিন্তু ছন্দপতন হল ২০২১-এ।
তাঁর ডান ফুসফুসে টিউমার ধরা পড়ল। আবার শুরু হল কেমো থেরাপি। সেই যুদ্ধও হাসি মুখেই জয় করেছিলেন ঐন্দ্রিলা। তারপর আবার ফিরেছিলেন অভিনয় জীবনে। এমাসেই শুরুতেই সব ওলটপালট হয়ে গেল চিরদিনের জন্য। কত স্বপ্ন অপূর্ণ রয়ে গেল ঐন্দ্রিলার।
১৯৯৮-এর ৫ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে জন্ম ঐন্দ্রিলার। ‘ঝুমুর’, ‘জীবন জ্যোতি’, ‘জিয়ন কাঠি’-র মতো সিরিয়ালে তাঁর অভিনয় চিরদিন মনে রাখবেন তাঁর অনুরাগীরা। ঐন্দ্রিলা সম্প্রতি দু’টি ওটিটি প্রজেক্টেও অভিনয় করেছিলেন।
এত অল্প বয়সে ঐন্দ্রিলার মত প্রতিভাবান অভিনেত্রী সবাইকে বিদায় জানিয়ে চলে যাবেন, তা কেউই মেনে নিতে পারছেন না। বাংলা ইন্ডাস্ট্রি আজ শোকস্তব্ধ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -