Aindrila Sharma Death: কোন কোন ধারাবাহিকে অভিনয় করেন ঐন্দ্রিলা শর্মা? একঝলকে তাঁর অভিনয় সফর
প্রয়াত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অগণিত অনুরাগীর মন ভারাক্রান্ত করে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমারণ রোগ ক্যানসারকে হারালেও, ব্রেন স্ট্রোক আর হৃদরোগের আঘাত সহ্য করতে পারলেন না। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর আজ বেলা ১টা নাগাদ প্রয়াত হলেন তিনি।
ঐন্দ্রিলা শর্মার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। শোক প্রকাশের ভাষা হারিয়েছেন সাধারণ নেটিজেন থেকে অন্যান্য তারকারা।
জনপ্রিয় 'ঝুমুর' ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন ঐন্দ্রিলা শর্মা। প্রথম ধারাবাহিক থেকেই তিনি দর্শকের নজর কাড়েন।
'ঝুমুর' ধারাবাহিকেই তাঁর সঙ্গে অভিনয় করেন সব্যসাচী চৌধুরী। যাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ঐন্দ্রিলার। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ঐন্দ্রিলার পাশে থেকেছেন সব্যসাচী।
'ঝুমুর' ছাড়াও একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে। অভিনয় করেছেন বেশ কিছু ওয়েব সিরিজেও।
'জীবন জ্যোতি', 'জিওন কাঠি' ধারাবাহিকে অভিনয় করেন ঐন্দ্রিলা। সব ধারাবাহিকেই তাঁর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।
ওটিটি প্ল্যাটফর্মেও বেশ কিছু কাজ করেছেন ঐন্দ্রিলা শর্মা। হাতে ছিল আরও বেশ কিছু প্রোজেক্ট।
কিছুদিন আগেই জানা যায়, 'ভাগাড়' নামের ওয়েব প্রোজেক্টে অভিনয় করবেন ঐন্দ্রিলা। তাঁর সঙ্গে এই প্রোজেক্টেই কাজ করার কথা ছিল সব্যসাচীর।
কিন্তু কোনও হিসেবই যেন মিলল না। নিয়তি যেন সমস্ত স্বপ্ন ব্যর্থ করে দিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -