Aindrita Ray: 'বচ্চন' অভিনেত্রী ঐন্দ্রিতা রায়ের সম্পর্কে চমকদার তথ্য
কন্নড় ছবির জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিতা রায়। অভিনয় করেছেন কন্নড় ছাড়াও বাংলা, হিন্দি ছবিতে। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৭ সালে অভিনয়ে আত্মপ্রকাশ হয় ঐন্দ্রিতা রায়ের। বেশ কিছু সফল ছবিতে অভিনয় করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন।
কন্নড় ছবিতেই বেশি দেখা গেলেও অন্যান্য ভাষার ছবিতেও অভিনয় করেছেন ঐন্দ্রিতা। 'মনশ্রী' ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকদের। প্রশংসিত হন বিভিন্ন মহলে।
রাজস্থানের উদয়পুরে বাঙালি পরিবারে জন্ম ঐন্দ্রিতা রায়ের। সেখানেই কেটেছে তাঁর ছোটবেলা।
পরবর্তীকালে পড়াশোনার জন্য মুম্বই পাড়ি দেন অভিনেত্রী। এরপর পাকাপাকিভাবে বেঙ্গালুরুতে থাকতে শুরু করেন পরিবারসহ।
জিৎ অভিনীত 'বচ্চন' ছবি দিয়ে বাংলা ছবির জগতে আত্মপ্রকাশ হয় ঐন্দ্রিতা রায়ের। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি।
শুধু 'বচ্চন'ই নয়, ঐন্দ্রিতা আরও বাংলা ছবিতে অভিনয় করেন। 'আমার আপনজন' ছবিতে দেখা যায় তাঁকে।
অভিনেতা দিগন্ত মঞ্চলেকে বিয়ে করেন ঐন্দ্রিতা। ১০ বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
অভিনয় ছাড়াও পশুপাখী, জীবজন্তুদের নিয়ে নানা কাজ করেন ঐন্দ্রিতা। তাঁর সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে তাঁর পশুপ্রেম দেখা যায়।
আমিষজাতীয় খাবার খাওয়া ছেড়ে একেবারে নিরামিষ খাবার বেছে নিয়েছেন ঐন্দ্রিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার্সের সংখ্যাও নজরকাড়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -