Anant Radhika Engagement: অনন্ত ও রাধিকার বাগদানে চাঁদের হাট ! দেশীয় পোশাকে ঐশ্বর্য থেকে অক্ষয়

Anant Radhika Engagement in Mumbai: আজ মুকেশ অম্বানির পরিবারে বাজল সানাই। বৃহস্পতিবার অনন্ত ও রাধিকার বাগদান ঘিরে চাঁদের হাট আম্বানির পরিবারে।

অনন্ত ও রাধিকার বাগদানে চাঁদের হাট ! দেশীয় পোশাকে ঐশ্বর্য থেকে অক্ষয়

1/10
আজ মুকেশ অম্বানির পরিবারে বাজল সানাই। বৃহস্পতিবার অনন্ত ও রাধিকার বাগদান ঘিরে চাঁদের হাট আম্বানির পরিবারে। অনুষ্ঠানে হাজির কিরণ রাও।
2/10
উল্লেখ্য, গতবছর রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলের সঙ্গে শৈলা ও বীরেন মার্চেন্টের মেয়ের রোকা হয়েছিল। আর আজ ১৯ জানুয়ারি মুম্বইয়ে হল গুজরাতি মতে বাগদান অম্বানির পরিবারে। এলেন ব্রক্ষ্মাস্ত্র-র পরিচালকও।
3/10
এই বিশেষ অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরতে অতিথিদের অনুরোধ করা হয়েছিল। পিকক ব্লু কালারের পোশাকে উপস্থিত রণবীর কাপুরের মা।
4/10
গতবছর ২৯ ডিসেম্বর রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে অনন্ত অম্বানি  ও রাধিকা মার্চেন্টের জন্য  শ্রীনাথজি মন্দিরে বন্ধু এবং আত্মীয়রা প্রার্থনা করেন।ঐতিহ্যবাহী রাজ ভোগ শৃঙ্গার অনুষ্ঠানে অংশ নেয় দুই পরিবার।
5/10
তবে বিয়ের ফুল যে ফুটবে, শানাই বাজার অপেক্ষায় , তা আগেই টের পাওয়া গিয়েছিল। এদিন অনুষ্ঠানে আসেন বরুন ধাওয়ানও।
6/10
চাঁদের হাটে উপস্থিত সারা আলি খান। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই মূলত অনন্ত এবং রাধিকার মধ্যে যোগাযোগ ছিল। তবে বাগদান এবং বিয়ের বিষয়ে কোনও তথ্যই সামনে আনেনি এই দুই পরিবার।
7/10
তবে শেষ অবধি সেই রাধিকাই ছোট বউ হয়ে আসছেন অম্বানি পরিবারে। এইদিন বৃহস্পতিবার অনন্ত ও রাধিকার বাগদান অনুষ্ঠানে আসেন পাঞ্জাবি পরে অক্ষয়কুমার।
8/10
রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলের সঙ্গে শৈলা ও বীরেন মার্চেন্টের মেয়ের বাজল শানাই। বছর ঘুরতেই এবার বাগদান। এদিন মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন ঐশ্বর্যাও।
9/10
জানা গিয়েছে, রাধিকা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছেন। এনকোর হেলথ কেয়ার বোর্ডে পরিচালক হিসেবে কাজ করেছেন।
10/10
তবে শুধু পড়াশোনা করেই থেমে থাকেননি। রয়েছে তার অন্য গুণও। ট্রেকিং এবং সাঁতার তার অন্যতম পছন্দ। পড়তে ভালবাসেন বইও। এরই পাশাপাশি  রাধিকা মার্চেন্ট একজন ক্লাসিক্যাল ড্যান্সার। এদিনের বাগদানের অনুষ্ঠানে আসর জমান কর্ণ জোহরও।
Sponsored Links by Taboola