৪৫ লক্ষ টাকার মঙ্গলসূত্র কেন বদলেছিলেন ঐশ্বর্য রাই..
২০০৭-বিয়ে হয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের। বিয়ের দিন বলিউডের গ্ল্যামার গার্ল ঐশ্বর্য পরেছিলেন ঐতিহ্যবাহী জমকালো কাঞ্জিভরম শাড়ি। এই শাড়ির দাম ছিল ৭৫ লক্ষ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯৪-এর ১৯ নভেম্বর মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন ঐশ্বর্য। দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই শিরোপা জিতেছিলেন। ওই সময় ঐশ্বর্যর বয়স ছিল ২১।
এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ঐশ্বর্য। শেষবার তাঁকে ২০১৮-তে ফন্নে খান সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল।
মেয়ের দেখভাল ও তার সঙ্গে খেলা করা বা খাওয়ানোর ক্ষেত্রে সুবিধার কথা মাথায় রেখে ঐশ্বর্য বেশি গয়নাগাঁটি না পরার কথা ভাবেন এবং মঙ্গলসূত্রও ছোট করেন।
মেয়ের জন্মের পর অভিষেক-ঘরণী কোনও ভারতী গয়না পরতে চাইতেন না। কারণ, এতে আরাধ্যাকে সামলানোর ক্ষেত্রে অসুবিধা হত।
এভাবে মঙ্গলসূত্র ছোট করলেন কেন ঐশ্বর্য? বিভিন্ন প্রতিবেদন অনুসারে,মেয়ে আরাধ্যার জন্মের পর মঙ্গলসূত্র ছোট করেন ঐশ্বর্য।
ঐশ্বর্যর এই পরের মঙ্গলসূত্র ছিল ছোট ও তাঁর নেকলাইন পর্যন্ত। আর ডাবল লেয়ারের পরিবর্তে সিঙ্গল লেয়ার করা হয়। কিন্তু ছবি সেই আগের পেন্ডেন্টই নজরে পড়ে।
ওই মঙ্গলসূত্র ছিল বেশ লম্বা ও ডাবল লেয়ারের, যাতে ছিল হিরের পেন্ডেন্ট। বিয়ের কয়েক বছর পর ওই মঙ্গলসূত্র বদলান ঐশ্বর্য।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওই মঙ্গলসূত্রের দাম ছিল ৪৫ লক্ষ টাকা।
ঐশ্বর্যর মঙ্গলসূত্র প্রথম ক্যামেরায় ধরা পড়েছিল তিরুপতির বালাজি মন্দিরে। বিয়ের পর সেখানে পুজো দিতে গিয়েছিলেন ঐশ্বর্য ও অভিষেক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -